শ্রীলা মজুমদার প্রয়াত
RBN Web Desk: চলে গেলেন বিশিষ্ট অভিনেত্রী শ্রীলা মজুমদার (Sreela Majumder)। গত কয়েক মাস ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। বাড়ি থেকে বেরোতেন না। আজ দুপুর টালিগঞ্জে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯।
মাত্র ১৬ বছর বয়সে একটি নাটকের মহড়া থেকে তুলে এনে তাঁর ছবিতে কাজ দিয়েছিলেন পরিচালক মৃণাল সেন। ১৯৮০ সালে মৃণাল সেন পরিচালিত ‘পরশুরাম’ ছবিতে আত্মপ্রকাশ করেন শ্রীলা। মৃণালবাবুর ‘আকালের সন্ধানে’ ও ‘খারিজ’-এর মতো ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। কাজ করেছেন উৎপলেন্দু চক্রবর্তী, শ্যাম বেনেগল, অঞ্জন চৌধুরীর মতো পরিচালকদের সঙ্গেও।
আরও পড়ুন: স্পর্শের অপেক্ষায় থাকা বার্ধক্য
গতবছর মুক্তিপ্রাপ্ত কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘পালান’ ছবিতে অভিনয় করেছিলেন শ্রীলা। ছবিটি ‘খারিজ’-এর সিক্যুয়েল। অনিকেত চট্টোপাধ্যায়ের ছবি ‘শঙ্কর মুদি’তে কৌশিকের স্ত্রীর চরিত্রে কাজ করেছিলেন শ্রীলা। ইন্দ্রাশিস আচার্যের ছবি ‘পার্সেল’-এ প্লেব্যাকও করেছিলেন তিনি। ছবিতে ‘আমার রাত পোহালো’ রবীন্দ্রসঙ্গীতটি গেয়েছিলেন তিনি।
ছবি: RBN আর্কাইভ