ফিরছে অপু, শীর্ষসঙ্গীতে বাজাবেন অনুষ্কা
RBN Web Desk: পরিচালক শুভ্রজিৎ মিত্রর ‘অভিযাত্রিক’ ছবির শীর্ষসঙ্গীতে বাজাবেন বিশিষ্ট সেতারশিল্পী অনুষ্কা শংকর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘অপরাজিত’ উপন্যাসের শেষাংশ নিয়ে করা এই ছবিকে সত্যজিৎ রায়ের অপু ট্রিলজির সম্প্রসারিত রূপ হিসেবেই দেখা হচ্ছে। এই উপন্যাসের প্রথমাংশ নিয়ে সত্যজিতের ‘অপরাজিত’ (১৯৫৬) ও ‘অপুর সংসার’ (১৯৫৯) ছবিতে সুর করেছিলেন রবি শংকর। অনুষ্কা তাঁরই কন্যা।
তাঁর পরবর্তী অ্যালবামের প্রচারের লক্ষ্যে সম্প্রতি মুম্বই এসেছেন অনুষ্কা। ষষ্ঠবার গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত শিল্পী জানালেন, “‘অভিযাত্রিক’-এর শীর্ষসঙ্গীতে আমার সেতার থাকছে। এরকম বিশেষ একটা ছবির সঙ্গে যুক্ত হতে পেরে খুবই ভালো লাগছে।”
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
রবি শংকরের জন্মশতবার্ষিকীও পালিত হতে চলেছে এই বছর। সেই সূত্রে অনুষ্কা জানালেন, “অপু ট্রিলজিতে বাবা যে সুর করেছিলেন তা ভারতীয় সঙ্গীত জগতে আইকন হয়ে থাকবে। সেইসব সুর শুনেই আমি বড় হয়েছি। সেই সুরের কিছুটা বাজাতে পারাও আমার কাছে খুব তৃপ্তির অভিজ্ঞতা।”
‘অভিযাত্রিক’-এ সঙ্গীতের পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ।