₹৫০ কোটি হাঁকলেন সানি
RBN Web Desk: ‘বর্ডার ২’-এর জন্য ₹৫০ কোটি দাবি করলেন সানি দেওল। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল জেপি দত্ত পরিচালিত ছবি ‘বর্ডার’। ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্র মেজর কুলদীপ সিংহ চাঁদপুরীর চরিত্রে অভিনয় করেছিলেন সানি। অন্যান্য চরিত্রে ছিলেন সুনীল শেট্টী, অক্ষয় খন্না ও টাবু।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘গদর ২’-এর সাফল্যের পর ‘বর্ডার ২’ নিয়ে ফের আগ্রহ দেখাচ্ছেন নির্মাতারা। এর আগে বহুবার ‘বর্ডার’-এর সিকুয়্যেল নিয়ে কথা হলেও কাজ বেশিদূর এগোয়নি। ‘গদর ২’ বক্স অফিসে রেকর্ড করার পর ‘বর্ডার ২’-এর চরিত্র নির্বাচন শুরু করেছেন নির্মাতারা। সানি ছাড়াও এ ছবিতে আয়ুষ্মান খুরানা ও অহন শেট্টীর অভিনয় করার কথা।
আরও পড়ুন: কপ ইউনিভার্সে রঞ্জিৎ মল্লিক?
শোনা যাচ্ছে, নগদ পারিশ্রমিক ছাড়াও ছবির লাভ্যাংশ দাবি করেছেন সানি। তবে এখনও পর্যন্ত তিনি কোনও চুক্তিপত্রে সই করেননি।