দুর্ঘটনায় চলৎশক্তিহীন সাত্যকি, কী করবে ঊর্মি?

RBN Web Desk: কলকাতা শহরের অন্যতম নস্ট্যালজিয়া বহন করে হলুদ ট্যাক্সি। ক্যাবের দৌরাত্বে সেই হলুদ ট্যাক্সির ভূমিকা আজ অনেকটাই ম্রিয়মাণ। তবু কলকাতাকে এভাবে কলকাতা থেকে হারিয়ে যেতে দেওয়া যাবে না বলেই বাংলা টেলিভিশনে আসছে নতুন ধারাবাহিক ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’। কয়েক বছর ধরেই শহরে পিঙ্ক ক্যাবের কথা বেশ প্রচলিত। এই বিশেষ ক্যাবের চালক হন মহিলারা। নতুন এই ধারাবাহিকের কেন্দ্রবিন্দুতে তাই এবার মহিলা ট্যাক্সিচালকের গল্প।

সদা প্রাণোচ্ছল মেয়ে ঊর্মির নাচ, গান, খেলাধূলা, ছবি তোলা সব কিছুই পছন্দের। বিভিন্ন বিষয়ে তার এই উৎসাহই তাকে সবেতে পারদর্শী করে তোলে। এহেন ঊর্মি একদিন শ্লীলতাহানির শিকার হয়। সেইসময় তাকে বাঁচাতে এগিয়ে আসে তরুণ ট্যাক্সিচালক সাত্যকি। মধ্যবিত্ত পরিবারের সাত্যকিকে ভালো লাগলেও দাদুর ইচ্ছায় তাকে বিয়ের প্রস্তাব প্রথমে মেনে নিতে পারে না ঊর্মি। তবু বিধির লিখনে সাত পাকে বাঁধা পড়ে সাত্যকি ও ঊর্মি। বিয়ের পর ধীরে-ধীরে কখন যেন সাত্যকিকে ভালোবেসে ফেলে ঊর্মি। আস্বাদ পায় এক সাধারণ আনন্দের পরিবারে সুখের বন্ধন।

আরও পড়ুন: আবারও স্করসেসির সেরায় সত্যজিৎ

তবে ঊর্মির জীবনে এই আনন্দ চিরস্থায়ী হয় না। এক মুহূর্তের মধ্যেই তা দুঃখে পরিণত হয়। এক দুর্ঘটনায় চলৎশক্তিহীন হয়ে পরে সাত্যকি। এরপর গুরুদায়িত্ব এসে পরে ঊর্মির কাঁধে। সাত্যকির পেশায় নিজেকে সে জড়িয়ে ফেলে। ট্যাক্সিচালনার ক্ষেত্রে যেখানে এখনও পুরুষদের আধিপত্য, সেখানে ঊর্মি কি নিজের যোগ্যতা অনুযায়ী সম্মান অর্জন করতে পারবে?




ঊর্মি এবং সাত্যকির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অন্বেষা হাজরা এবং ঋত্বিককে। ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটি পরিচালনা করছেন স্বর্ণেন্দু সমাদ্দার। এই ধারাবাহিকের জন্য রীতিমতো কলকাতার রাস্তায় ট্যাক্সি চালানোর প্রশিক্ষণ নিয়েছেন অন্বেষা।

১২ এপ্রিল থেকে ১০.৩০টায় জ়ি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে ‘আমাদের এই পথ যদি না শেষ হয়।



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *