প্রথমবার গোয়েন্দা চরিত্রে সুরঙ্গনা
RBN Web Desk: চারুলতা ফিরছে আবার। তবে এবার সাধারণ গৃহবধূর রূপে নয়। চারুলতা এবার প্রাইভেট ডিটেকটিভ। জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের ‘ডিটেকটিভ চারুলতা’ (Detective Charulata) ওয়েব সিরিজ়ের নামভূমিকায় থাকছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Bandyopadhyay)।
বাঙালি গোয়েন্দা অথচ কোথাও ব্যোমকেশ বা ফেলুদার ছোঁয়া থাকবে না সে তো হতেই পারে না। চারুলতার আদর্শও এই দুই কাল্পনিক চরিত্র। খুড়তুতো ভাই তপুকে নিয়ে কিছু মামুলি কেসের সমাধান করলেও চারুলতার স্বপ্ন তার হাতেও একদিন ফেলু-ব্যোমকেশের মতো কোনও বড় কেস আসবে।
আরও পড়ুন: ছবি পরিচালনায় রাধিকা আপটে
একসময় চারুর নতুন সহকারী ম্যাডির সূত্রে তেমনই একটা কেস জুটে যায় চারুলতার কপালে। বিখ্যাত তন্ত্রবিদ পরমা সেন নিজেই নিজের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেন আবার তা ফলেও যায়। এরই সঙ্গে কলকাতার বুকে ঘটতে থাকে একের পর এক অস্বাভাবিক মৃত্যু। কুসংস্কারে ভরা রহস্যের জাল ভেদ করে একটা সময় চারু বুঝতে পারে এই ধারাবাহিক মৃত্যুর শিকড় লুকিয়ে আছে তিন দশক আগের একটি বিশেষ দিনে। কী ঘটেছিল সেই দিনে? চারুলতা কি পারবে এই জটিল কেসের সমাধান করতে?
সুরঙ্গনা ছাড়াও সিরিজে অভিনয় করেছেন চৈতি ঘোষাল, পামেলা কাঞ্জিলাল, দেবমাল্য গুপ্ত, অনুজয় চট্টোপাধ্যায়, মল্লিকা মজুমদার, মানস মুখোপাধ্যায়, সন্মিত্র ভৌমিক, পূজা সরকার ও সবুজ বর্ধন।
দেবামাল্য ও পরমা
নতুন চরিত্র প্রসঙ্গে সুরঙ্গনা জানালেন, “দুর্দান্ত অভিজ্ঞতা, সঙ্গে এমন সব সহ অভিনেতাদের পেয়েছি যে দারুণভাবে কাজ হয়েছে। জয়দীপদা সবরকম ভাবে সাহায্য করেছেন। কাজের সময় প্রচুর স্বাধীনতা পেয়েছি ফলে নিজের চরিত্রের স্তরগুলো বুঝতে সুবিধা হয়েছে। অ্যাকশন দৃশ্যগুলো করা বেশ কঠিন ছিল, কারণ আগে এরকম কিছু করতে হয়নি। গোয়েন্দা মানেই একজন মধ্যবয়স্ক বুদ্ধিমান পুরুষ এমনটাই ভাবা হয়। সেই ধারণা থেকে বেরিয়ে এসে একটি মেয়ে সেই কাজ করছে এটাই আমার কাছে দারুণ লেগেছিল।”
অনুজয় জানালেন, “জয়দীপদার সঙ্গে তৃতীয়বার কাজ করলাম। এমন চরিত্রে আমাকে আগে দেখা যায়নি। খেয়াল রেখেছিলাম যেন চরিত্রটা শুধুমাত্র কমিক রিলিফ হয়ে না দাঁড়ায়। আমার মনে হয় দর্শক হতাশ হবেন না।”
চৈতি ঘোষাল
মল্লিকা এই সিরিজে রয়েছেন এক পুলিশ আধিকারিকের ভূমিকায়। তিনি জানালেন, “এই প্রথম পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করলাম। তাই আমার কাছে ব্যাপারটা বেশ চ্যালেঞ্জিং ছিল। শরীরী ভাষা, হাঁটাচলা সবকিছুতেই পরিবর্তন আনতে হয়েছে। জয়দীপ খুব আত্মবিশ্বাসী পরিচালক। ও জানে ওর কী চাই, ফলে আমাদেরও কাজ করতে সুবিধা হয়েছে। দর্শককে বলব অবশ্যই দেখুন। রোমাঞ্চ, সাসপেন্স সব মিলিয়ে এ এক সম্পূর্ণ প্যাকেজ।”
আরও পড়ুন: মুম্বই ছাড়ছেন প্রিয়ঙ্কা চোপড়া?
এই সিরিজ় ছোটবেলায় পড়া সমস্ত গোয়েন্দা চরিত্রকে শ্রদ্ধাঞ্জলি দেবে বলে জানালেন জয়দীপ। “সুরঙ্গনা শুরু থেকেই চরিত্রটিকে আপন করে নিয়েছে। ও এতটাই সাবলীল অভিনয় করে যে আমার কাজটা সহজ হয়ে গেছিল। অন্যান্য অভিনেতারাও এতটাই পেশাদার ও যেভাবে চ্যালেঞ্জ নিয়েছেন তাতে কঠিন সময়সূচির মধ্যেও খুব সুন্দরভাবে কাজ হয়েছে,” বললেন তিনি।
চিত্রনাট্য লিখেছেন জয়দীপ নিজেই। এছাড়া কাহিনি ও সংলাপ রচনা করেছেন সৌমিত দেব। চিত্রগ্রহণ করেছেন অনির। সঙ্গীত সংযোজন করেছেন প্রাঞ্জল দাস।
ক্লিক ডিজিটল মাধ্যমে কিছুদিনের মধ্যেই দেখা যাবে এই সিরিজ়।