লেখিকার চরিত্রে সুদীপ্তা
RBN Web Desk: এক লেখিকার চরিত্রে অভিনয় করতে চলেছেন সুদীপ্তা চক্রবর্তী। ছবির নাম ‘অহনা’, পরিচালক প্রমিতা ভৌমিক। এই প্রথম এরকম কোনও চরিত্রে দেখা যাবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে। সম্প্রতি অরুণ রায়ের ‘বাঘা যতীন’ ছবিতে বিপ্লবী যতীন মুখোপাধ্যায়ের দিদি বিনোদবালার চরিত্রে অভিনয় করেছেন সুদীপ্তা।
এর আগে ‘প্রবাহ’ ও ‘পরিচয়’ নামের দুটি স্বল্পদৈর্ঘ্যের ছবি পরিচালনা করেছিলেন প্রমিতা। ‘পরিচয়’-এ কাজ করেছিলেন সুদীপ্তা। সে ছবিতে ছিলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়ও।
আরও পড়ুন: ডেভিড হেয়ারের জীবনী প্রকাশ
আজও সমাজে প্রতিষ্ঠা পেতে গেলে একজন নারীকে যে কোনও পুরুষের থেকে অনেক বেশি লড়াই করতে হয়। সেই লড়াইটাই দেখা যাবে প্রমিতার ছবিতে।
‘অহনা’র নামভূমিকায় থাকছেন সুদীপ্তা। তাঁর স্বামীর চরিত্রে দেখা যাবে জয় সেনগুপ্তকে। সুদীপ্তার শ্বশুরের ভূমিকায় থাকছেন সৌম্য সেনগুপ্ত। সুদীপ্তার এক ছোটবেলার বন্ধুর চরিত্রে থাকছেন প্রিয়ব্রত সেন সরকার। একটি বিশেষ চরিত্রে রয়েছেন ভানু বন্দ্যোপাধ্যায়ের মেয়ে বাসবী ঘটক।
আগামীকাল থেকে শুরু হবে ‘অহনা’র শ্যুটিং।