মেগাধারাবাহিকে ফিরছেন অঞ্জনা
RBN Web Desk: টেলিভিশনে ফিরতে চলেছেন অঞ্জনা বসু। ‘মন জানে না’ মেগাধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এর আগে ‘বধূবরণ’ ও ‘বিজয়িনী’র মতো ধারাবাহিকে কাজ করেছেন অঞ্জনা। ‘গানের ওপারে’র মতো তুমুল জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। গত বিধানসভা নির্বাচনে সোনারপুর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন তিনি।
প্রমেন্দু বিকাশ চাকীর পরিচালনায় ‘মন জানে না’ ধারাবাহিকে অঞ্জনার লুক সেট হয়ে গিয়েছে। প্রধাগত পড়াশোনা না জানা এক গ্রামের ছেলের সঙ্গে একজন শিক্ষিত মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে আবর্তিত হবে ‘মন জানে না’র গল্প। এই ধারাবাহিকে বড়মায়ের চরিত্রে অঞ্জনাকে দেখা যাবে, যে ছেলেটিকে রাজনীতিতে প্রবেশ করার উৎসাহ দেয়।
আরও পড়ুন: শেষ যাত্রায় ব্রাত্য, পথ হেঁটেছিলেন মাত্র কয়েকজন
তবে অভিনয়ে ফিরলেও রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন না অঞ্জনা।
আগস্ট থেকে দেখা যাবে ‘মন জানে না’।