‘বিয়ের’ খবরে হতবাক রিমঝিম
RBN Web Desk: বধূবেশে রিমঝিম মিত্র। আর তার নিয়েই যত বিপত্তি। সম্প্রতি রিমঝিমের একটি ও ভিভান ঘোষের একটি ‘বিয়ের’ ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে আর সেই থেকেই টেলিভিশন দর্শকদের একাংশের মধ্যে জল্পনা শুরু হয়ে যায়। তাহলে কি সত্যি সত্যিই তাঁদের চারহাত এক হলো। রিমঝিমের ‘বিয়ের’ নেমন্তন্ন পাননি বলে ক্ষোভ প্রকাশ করে মন্তব্যও করেন তাঁর এক ভক্ত।
সংবাদমাধ্যমের কাছে এই খবর শুনে হতবাক রিমঝিম। তিনি জানালেন যে ছবিটা পুরোটাই ভুয়ো। সোশ্যাল মিডিয়ায় তাঁর নামে একাধিক ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে। সেখান থেকেই তাঁর ছবিটা ছড়ানো হয়েছে। স্টার জলসার ‘তিতলি’ ধারাবাহিকে তাঁর এরকম একটা বিয়ের দৃশ্য ছিল। ভুয়ো অ্যাকাউন্টের মালিক সেই ছবি ব্যবহার করছে। ফোনের পরে ফোন সামলে তিনি নাস্তানাবুদ, জানালেন অভিনেত্রী।
আরও পড়ুন: উত্তমকুমার অভিনীত ছবির দ্বিতীয় রিমেকে রাজকুমার
তবে রিমঝিম একাই নন, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্টের কার্যকলাপের শিকার একাধিক অভিনেতা ও অভিনেত্রী। এমনকি সৌমিত্র চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়দের মতো প্রবীণ অভিনেতাদেরও ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে। বিভিন্ন সময়ে এইসব ভুয়ো অ্যাকাউন্ট থেকে ভুল তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়.
সম্প্রতি পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে যুবানের নামেও ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়।