কেন রণবীর সিং, জানালেন ফারহান আখতার
RBN Web Desk: অবশেষে ‘ডন’ ছবির তৃতীয় পর্বে রণবীর সিংকে (Ranveer Singh) নেওয়ার সপক্ষে কারণ জানালেন ফারহান আখতার (Farhan Akhtar)। ডন হয়ে ওঠার গল্প থাকবে এই ছবিতে, এমনটাই জানিয়েছেন পরিচালক। গতবছরেই জানা গিয়েছিল ‘ডন ৩’ (Don 3) ছবিতে ডনের ভূমিকায় শাহরুখ খানের (Shah Rukh Khan) বদলে থাকবেন রণবীর। এর আগে ফারহানের পরিচালনায় তৈরি ‘ডন’ (Don) এবং ‘ডন ২’ (Don 2), দুটি ছবিতেই এই ভূমিকায় ছিলেন শাহরুখ। ফলে তাঁকে সরিয়ে রণবীরকে নিয়ে আসার খবরে ক্ষুব্ধ হয় অনুরাগীরা।
২০০৬-এ মুক্তি পেয়েছিল ‘ডন’ ছবিটি। ১৯৭৮ সালে চন্দ্র বারোত পরিচালিত ‘ডন’ ছবির রিমেক ছিল সেটি। সেই ছবির নামভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ছবির উল্লেখযোগ্য সাফল্যের পর ফারহান এটির দ্বিতীয় ভাগ নির্মাণ করেন মৌলিক গল্প নিয়েই। ২০১১ সালে মুক্তি পায় ‘ডন ২’। তারপর দীর্ঘদিন এই ফ্র্যাঞ্চাইজ়ির কোনও ছবি তৈরি হয়নি। ২০২৩-এ জানা যায় সিরিজ়ের তৃতীয় ছবির পরিকল্পনা করছেন ফারহান। কিন্তু রণবীরের নাম জানার পর সমাজ মাধ্যমে প্রবল ক্ষোভ জমা হয় অভিনেতা বদল নিয়ে। সেই সময় কিছু না বললেও এতদিন পর এক সাক্ষাৎকারে অভিনেতা বদলের কারণ দেখালেন ফারহান।
আরও পড়ুন: শ্রদ্ধার অভিনীত চরিত্র নিয়ে নতুন ছবি
চিত্রনাট্য লেখার সময় তাঁর মাথায় প্রথমে শাহরুখের নামই ছিল বলে জানিয়েছেন ফারহান। কিন্তু কোনওভাবেই গল্পকে নিজের পছন্দসই জায়গায় নিয়ে যেতে পারছিলেন না তিনি। শাহরুখের সঙ্গে আলোচনা করেও কোনও সুরাহা হয়নি সে সময়। তখন তিনি আবারও শুরু থেকে ভাবতে থাকেন। তখনই তাঁর মনে হয় এমনভাবে যদি গল্পকে আনা যায় যে ডন কীভাবে ডন হয়ে উঠল, তাহলে গল্পের একটা নতুন দিক খুলে যেতে পারে। সেইভাবে লিখতে গিয়ে নিজের মনোমত কাহিনীর সূত্র পেয়ে যান ফারহান। যেহেতু ডনের প্রথম জীবনের গল্প তাই বেশ কিছুটা কমবয়সী কাউকেই প্রয়োজন ছিল এই চরিত্রে। তাই রণবীরের কথা তাঁর মাথায় আসে। এছাড়াও এই ছবিতে কিয়ারা আদবানি (Kiara Advani) থাকবেন বলে জানা গিয়েছে। আগামী বছর মুক্তি পাবে ছবিটি।
ছবি: স্টেটসম্যান