জাগো নারী জাগো বহ্নিশিখা

কলকাতা : আন্তর্জাতিক নারী দিবসকে মনে রেখে সম্প্রতি ছায়ানট (কলকাতা) – র উদ্যোগে অনুষ্ঠিত হল ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’। অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন ছায়ানটের সভাপতি সোমঋতা মল্লিক। গত ৯ বছর ধরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে, প্রতি বছরই ছায়ানট সমাজের তিনজন বিশিষ্ট নারীকে সম্মান প্রদান করে। এবছরও তাঁদের পক্ষ থেকে তিন বিদূষী নারীকে বিশেষ সম্মান প্রদান করা হয়।

একক হারমোনিয়াম বাদক রূপশ্রী ভট্টাচার্য্য এবং অধ্যাপক ও নজরুল গবেষক র‍্যাচেল ফেল ম্যাকডরম্যাট – কে সম্মান জ্ঞাপন করেন পাকড়াশী হারমোনিয়ামের কর্ণধার শুভজিৎ পাকড়াশী।বাঙালি মুসলিম সমাজের বিয়ের গানের সংগ্রাহক ও সমাজ সেবিকা মনোয়ারা খাতুন – কে সম্মান জ্ঞাপন করেন কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ-এর বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শেখ মকবুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন তন্ময় রায়চৌধুরী।

এছাড়াও বিশেষ দিনটির কথা মাথায় রেখে কবিতা আবৃত্তি করেন ছায়ানটের বাচিক শিল্পীরা। একক কবিতা পাঠে অংশগ্রহণ করেন – দেবযানী বিশ্বাস, ইন্দ্রাণী লাহিড়ী, সুকন্যা রায়, তিস্তা দে, সোহালিয়া সিং, সৃজিতা ঘোষ, রাজশ্রী বসু, রাজ্যশ্রী দাস, শর্মিলা পাল, দেবলীনা চৌধুরী, আর্যদ্যুতি ঘোষ, অর্ঘ্যদ্যুতি ঘোষ, টুটুন দাস, অনিন্দিতা ঘোষ, প্রাযুক্তা চক্রবর্তী। দলীয় পরিবেশনায় অংশগ্রহণ করে বৈখরীর শিশুশিল্পীরা। পরিচালনায় ছিলেন তাপস চৌধুরী।

কাজী নজরুল ইসলাম ‘নারী’ কবিতায় লিখেছেন – “সাম্যের গান গাই/আমার চক্ষে পুরুষ – রমণী কোনো ভেদাভেদ নাই।” তাঁর এই কথাই যেন সমগ্র অনুষ্ঠানের মূল সুর হিসেবে অনুরণিত হয়েছিল।

Like
Like Love Haha Wow Sad Angry
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *