রামকৃষ্ণের ভূমিকায় চন্দন রায় সান্যাল, প্রথম পোস্টারে চমক
কলকাতা: ১৮৮৬ সালে আজকের দিনেই রামকৃষ্ণ পরমহংস কল্পতরু হয়েছিলেন বলে প্রচলিত বিশ্বাস। তাই এই বিশেষ দিনেই প্রকাশ পেল পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’-এর পোস্টার। সেই উপলক্ষে টিম ‘বিনোদিনী’ হাজির ছিল হাতিবাগানের বিনোদিনী থিয়েটারে। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। তাঁর হাত ধরেই প্রকাশ্যে এল ছবির প্রথম পোস্টার যেখানে ধ্যানে বসেছেন রামকৃষ্ণ। এই চরিত্রে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল (Chandan Roy Sanyal)। তবে তিনি আজ উপস্থিত ছিলেন না।
ধানীরঙা শাড়িতে বিনোদিনী অবতারে বছরের প্রথম দিনে উত্তর কলকাতার বিনোদিনী থিয়েটারে যখন হাজির হলেন রুক্মিণী তখন সঙ্গে ছিলেন রামকমল ও ছবির সঙ্গীত পরিচালক সৌরেন্দ্র মল্লিক এবং সৌম্যজিৎ দাস।
২০১৯ সালে এই ছবির স্বপ্ন দেখেছিলেন রামকমল। সেই থেকে শুরু করে আজ, এই জার্নিতে অনেক ওঠাপড়া ছিল। নারীকেন্দ্রিক ছবির জন্য প্রযোজক পাচ্ছিলেন না তিনি। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে রুক্মিণীকে নেওয়ার জন্যও সমালোচনার মুখে পড়েছিলেন বলে জানালেন রামকমল। পোস্টার প্রকাশ্যে আসার সময় মঞ্চে দাঁড়িয়ে পরিচালক বললেন, “২৩ জানুয়ারি মুক্তি পাবে ‘বিনোদিনী’। আমরা এই ছবির জন্য অনেক রিসার্চ করেছি, খেটেছি। নটীর জীবন বড়পর্দায় এঁকেছি। এটা আমার প্রথম পূর্ণদৈর্ঘ্যের বাংলা ছবি। আপনারা ছবিটি দেখুন, তাহলেই বুঝবেন কেন রুক্মিণী! ভুলত্রুটি জানাবেন অবশ্যই।”
টিম ‘বিনোদিনী’
দুদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টার থিয়েটারের নতুন নামকরণ করেছেন বিনোদিনী থিয়েটার। অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রীকে সম্মান জানালেন রুক্মিণী।
স্টার থিয়েটার তৈরির জন্য সে সময় ₹৫০,০০০ প্রয়োজন ছিল। পুঁজি ছিল না নটীর কাছে। পাশে ছিলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। টাকার জন্য সেই সময় গুরমুখ রায়ের কাছে নিজেকে সমর্পণ করেছিলেন বিনোদিনী। তাঁকে কথা দেওয়া হয়েছিল এই থিয়েটারের নাম হবে বি-থিয়েটার। কিন্তু হয়নি। মুখ্যমন্ত্রীর নির্দেশে এতবছর পর বিনোদিনীর সেই ইচ্ছে যেন পূরণ হলো। মঞ্চে দাঁড়িয়ে তেমনটাই বললেন রুক্মিণী।
আরও পড়ুন: মশলা ছবি নিজ গৌরবে হাজির
ছবিতে গিরিশচন্দ্রের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
রামকমলের দাবি, “সৌরেন্দ্র-সৌম্যজিতের প্রথম ছবি হলেও দুর্দান্ত সঙ্গীত সংযোজন করেছেন তাঁরা। হেরিটেজ ও সমসাময়িক সঙ্গীতের এক অনবদ্য মেলবন্ধন ঘটিয়েছেন সৌরেন্দ্র-সৌম্যজিৎ।”
পরে বিনোদিনী থিয়েটারের বারান্দায় দাঁড়িয়ে আবেগপ্রবণ হয়ে ওঠেন রুক্মিণী। পাশে ছিলেন রামকমল। স্টার থিয়েটারের বদলে যাওয়া নামকরণে দুজনেরই চোখে ছিল জল।
ছবি: অঙ্গনা ঘোষ