সত্যজিৎ রায়ের প্রায় সব ছবি দেখেছি: পরেশ
RBN Web Desk: অভিনয় জীবনের শুরুর দিকে এবং পরেও সত্যজিৎ রায়ের প্রায় প্রতিটি ছবি দেখেছেন বলে জানালেন বিশিষ্ট অভিনেতা পরেশ রাওয়াল। সত্যজিতের লেখা ‘গল্পবলিয়ে তারিণী খুড়ো’ অবলম্বনে অনন্ত মহাদেবন পরিচালিত ‘দ্য স্টোরিটেলার’ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরেশ।
মুম্বইয়ে চিত্রা, অম্বর-অস্কার ও আকাশবাণী প্রেক্ষাগৃহে তিনি নিয়মিত সত্যজিতের ছবি দেখতেন বলে জানিয়েছেন পরেশ। সত্যজিতের সঙ্গে কাজ করার ইচ্ছে থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি বলে আক্ষেপ রয়ে গেছে চলচ্চিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতার।
আরও পড়ুন: অঞ্জন দত্তের ছবিতে তনুশ্রী
‘গল্পবলিয়ে তারিণী খুড়ো’র পটভূমি আহমেদাবাদ। তাই কলকাতা ছাড়াও সেই শহরে ‘দ্য স্টোরিটেলার’-এর শ্যুটিং করা হয়েছে। ছবির অন্তর্দৃশ্য গ্রহণ করা হয়েছে মুম্বইয়ে। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আদিল হুসেন, তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় ও রেবতী।
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে ‘দ্য স্টোরিটেলার’।