ডিসেম্বরেই হাওড়া ব্রিজে আমির
RBN Web Desk: ডিসেম্বরেই হাওড়া ব্রিজে শুটিং করতে পারেন আমির খান। সম্প্রতি কলকাতায় শুটিং সেরে গেলেন হিন্দী ছবির জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন। অমিত শর্মার পরিচালনায় ‘ময়দান’ ছবিতে অভিনয় করছেন অজয়। এই ছবিতে তিনি থাকছেন অতীত দিনের বিশিষ্ট ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের ভূমিকায়। অজয়ের পর এবার কলকাতায় শুটিং করতে চলেছেন আমির।
শোনা যাচ্ছে ৮ ডিসেম্বর হাওড়া ব্রিজে ‘লাল সিং চাড্ডা’র শুটিং করতে দেখা যেতে পারে আমিরকে। হলিউডের সর্বকালের অন্যতম সেরা ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দী সংস্করণ ‘লাল সিং চাড্ডা’র নাম ভূমিকায় অভিনয় করছেন আমির। গোটা দেশ জুড়ে ১০০টি আসল লোকেশনে শুটিং হবে এই ছবির। তারই মধ্যে একটা হলো হাওড়া ব্রিজ।
আরও পড়ুন: সম্ভাবনা দেখিয়েও মনে রাখার মতো হলো না
‘ফরেস্ট গাম্প’-এর নাম ভূমিকায় অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস। ১৯৯৫ সালে ছ’টি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতে নেয় এই ছবি যার মধ্যে সেরা অভিনেতার শিরোপা পান টম।
‘লাল সিং চাড্ডা’র পরিচালনার দায়িত্বে রয়েছেন অদ্বৈত চন্দন। আমির ছাড়াও এই ছবিতে থাকছেন করিনা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী ও বিজয় সেতুপতি। এর আগে অদ্বৈতর ২০১৭ সালের ছবি ‘সিক্রেট সুপারস্টার’-এ অভিনয় করেছিলেন আমির।