এবার দুর্নীতির মোকাবিলায় বিডিও অপু
RBN Web Desk: সদ্য সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে বিডিও হয়েছে অপু। একসঙ্গে বাড়ি এবং চাকরি, দুইই সমান তালে চালাতে সে প্রস্তুত। ঘরের মেয়ে চাইলে সমাজের সব বাধা অতিক্রম করে বাইরের জগতে ঘটতে থাকে দুর্নীতি শেষ করতে পারে, সেই গল্পই এবার বলবে ‘অপরাজিতা অপু’।
নতুন পোস্টিংয়ের পরেই লোভনীয় ভেটের সম্মুখীন হয় অপু। আর এই সময়েই অপুর ওপর নজর রাখে অবলা ও তার স্বামী দীপু। এলাকার এক দুর্নীতির মাথা বড় অঙ্কের টাকার মালা নিয়ে হাজির হয় অপুর অফিসে। দরজার বাইরে থেকে উঁকি দিয়ে অপুর কার্যকলাপ বুঝতে চায় অবলা ও দীপু। কিন্তু অন্যায়ের সঙ্গে কোনওরকম আপোষ না করে অপু ফিরিয়ে দেয় সেই ভেট। মুখে বলে, আমি অপু বিডিও, বাজাব দূর্নীতির রেডিও।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
বাড়ির সদস্যদের একের পর এক বাধা পেরিয়েও আটকানো যায়নি স্মিতভাষী এবং মিষ্টি স্বভাবের মেয়ে অপুর পরীক্ষা দেওয়া। এমনকি ইন্টারভিউয়ের পর পুলিশ ভেরিফিকেশনে যাতে আটকে যায় অপুর বিডিও হওয়ার স্বপ্ন, সেই চেষ্টাও চালিয়ে গেছে তার মাসি। তবে এটাও শেষরক্ষা হয়নি।
অপরাজিতা অপুর নামভূমিকায় অভিনয় করছেন সুস্মিতা দে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোমা চক্রবর্তী, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, শৈবাল ভট্টাচার্য, নন্দিনী মুখোপাধ্যায়, সঞ্জীব সরকার। ধারাবাহিকটি পরিচালনা করছেন সুশান্ত দাস।
আজ থেকে রাত ৮টায় জ়ি বাংলার পর্দায় দুর্নীতির মোকাবিলায় নামছে ‘অপরাজিত অপু’।