স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ২৩৩ পরিচালকের মামলা
RBN Web Desk: ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ₹২৩ কোটির মামলা করেছেন ২৩৩ জন পরিচালক। স্বরূপের একটি বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে অপর্ণা সেন (Aparna Sen), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকেরা আদালতের দ্বারস্থ হন।
কী বলেছিলেন স্বরূপ?
বাংলা ইন্ডাস্ট্রিতে অশালীন আচরণের ঘটনা রুখতে অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের রক্ষাকবচ হিসেবে সম্প্রতি ‘সুরক্ষা বন্ধু’ কমিটি তৈরি করা হয়। সেই সংক্রান্ত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে স্বরূপ বলেন, ৬০ শতাংশ পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ রয়েছে। এই বক্তব্যের জেরেই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ২৩৩ জন পরিচালক।
আরও পড়ুন: সব চরিত্র ক্রিমিনাল
ডিরেক্টর্স গিল্ডের সভাপতি সুব্রত সেন জানিয়েছেন, কোনও সংগঠনের তরফে নয়, একজোট হয়েই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন।
অপর্ণার প্রশ্ন, কীসের ভিত্তিতে স্বরূপ ফেডারেশনের সভাপতি তাঁর জানা নেই। শোনা যাচ্ছে, স্বরূপের নাকি অ্যাসিস্ট্যান্ট কার্ড আছে। তবে তিনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোনও কাজটা করেছেন কেউ জানে না, দাবি অপর্ণার।