জসীমুদ্দিনের নকশী কাঁথা এবার বড় পর্দায়
RBN Web Desk: বাংলা সাহিত্যে পল্লীকবি হিসেবে খ্যাত, সাহিত্যিক জসীমুদ্দিনের আখ্যানকাব্য নকশী কাঁথার মাঠ এবার আসতে চলেছে বড় পর্দায়। বহু ভাষায় আনূদিত এই কাব্য জসীমুদ্দিনের সবথেকে জনপ্রিয় রচনা হিসেবে বিবেচিত।
ছবির পরিচালক হৃষিকেশ মণ্ডল সম্প্রতি সংবাদমাধ্যমকে জানালেন, এর আগে নকশী কাঁথা কখনও বড় পর্দায় আসেনি। ছবির নাম নকশী কাঁথার খোঁজে। চিত্রগ্রণনের কাজ শুরু হবে কিছুদিনের মধ্যেই, জানালেন হৃষিকেশ।
খেল দিখা সকোগে না?
ছবির বিভিন্ন চরিত্রে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়, সোমা চক্রবর্তী ও পিয়া সেনগুপ্তকে। প্রধান দুটি চরিত্র রূপাই ও সাজুর ভূমিকায় অভিনয় করবেন যথাক্রমে রাহুল ও ডালিয়া ঘোষ। দুজনেরই এটা প্রথম ছবি।
খ্যাতির আগে ও পরে ৬ জনপ্রিয় টেলিতারকা
বাংলা কাব্যজগতে ইউরোপীয় ধাঁচের আধুনিকতায় লেখা নকশী কাঁথার মাঠ প্রকাশিত হয় ১৯২৯ সালে। রূপাই ও সাজুর চরিত্র দুটি বাস্তব থেকেই নিয়েছিলেন জসীমুদ্দিন।
আগামী বছর মুক্তি পাবে নকশী কাঁথার খোঁজে।