ফিরছে টিম ‘হামি’, দুটি নতুন ছবি ঘোষণা শিবু-নন্দিতার
কলকাতা: ফিরতে চলেছে টিম ‘হামি’। ২০১৮ সালে বাংলা বক্স অফিসের অন্যতম সফল ছবি ছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘হামি’। এই ছবির দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিল ব্রত বন্দ্যোপাধ্যায় ও তিয়াসা পাল। এছাড়াও ছিলেন খরাজ মুখোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী ও শিবপ্রসাদ নিজে।
‘হামি’র সেই টিমকেই আবার দেখা যাবে শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত দুটি নতুন ছবি ‘জুনিয়র পণ্ডিত’ ও ‘জুনিয়র কমরেড’-এ। আজ শহরে এক অনুষ্ঠানে ছবি দুটি ঘোষণা করলেন পরিচালকদ্বয়।
তবে শুধু অভিনয়ই নয়, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সুরে ‘হামি’তে গানও গেয়েছিল একঝাঁক কচিকাঁচা। তারা সবাই উপস্থিত ছিল আজকের অনুষ্ঠানে।
“‘রামধনু ও ‘হামি’র তুমুল সাফল্য থেকে আমরা বুঝতে পেরেছি যে ছোটদের জন্য আরও বেশি করে ছবি করা দরকার,” সংবাদমাধ্যমকে বললেন শিবপ্রসাদ। “ছোটদের পাশাপাশি এরকম ছবি বড়দের কাছেও সমান উপভোগ্য।”
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
নন্দিতা জানালেন, “অনেকদিন ধরেই আমরা চিন্তাভাবনা করছিলাম ছোটদের জন্য আর কি করা যায়। ‘জুনিয়র পণ্ডিত’ ও ‘জুনিয়র কমরেড’ সেই ভাবনারই ফসল। এখন থেকে বছরে অন্তত একটি করে ছোটদের ছবি তৈরী করব আমরা।”
চমকের এখানেই শেষ নয়। টিম ‘হামি’র সঙ্গে এবারে যুক্ত হতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। দুটি ছবিতেই থাকছেন তিনি। অনুষ্ঠানে তিনি ঢুকলেন সান্টা ক্লজ়ের বেশে, চকোলেট বিলোলেন ব্রত, তিয়সাদের। “শিবু এবং নন্দিতা যে আলাদা করে ছোটদের জন্য ভাবছে, এটাই আনন্দের কথা,” জানালেন প্রসেনজিৎ। “আর ছোটদের সঙ্গে অভিনয় করা বোধহয় সব থেকে কঠিন কাজ। তার মধ্যে একটা অন্য ধরণের মজা আছে। সেটার জন্যই মুখিয়ে আছি।”
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
তবে প্রসেনজিৎকে কোন চরিত্রে দেখা যাবে সেটা ভেঙে বললেন না শিবু-নন্দিতা। দুটি ছবিরই সঙ্গীতের দায়িত্বে থাকছেন অনিন্দ্য।
বড় পর্দার ছবি ছাড়াও ছোটদের জন্য তাঁরা ওয়েব সিরিজ় ও রিয়্যালিটি শো করতে চান বলে জানালেন শিবপ্রসাদ।