স্টুডিও মালিকের পর দ্বিতীয় ওয়েব সিরিজ়ে সাংবাদিক প্রসেনজিৎ
RBN Web Desk: তাঁর প্রথম ওয়েব সিরিজ়ে দাপুটে স্টুডিও মালিক শ্রীকান্ত রায়ের চরিত্রে অভিনয় করার পর এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যাবে সাংবাদিকের ভূমিকায়। হনসল মেহতা পরিচালিত ‘স্কুপ’ ওয়েব সিরিজ়ের অন্যতম কেন্দ্রীয় চরিত্রে থাকছেন প্রসেনজিৎ। অন্যান্য গুরুত্বপূরর্ণ চরিত্রে রয়েছেন করিশ্মা তান্না, হরমন বাওয়েজা, মহম্মদ জিশান আয়ুব ও দেবেন ভোজানি।
‘স্কুপ’-এ ক্রাইম রিপোর্টার জয়দেব সেনের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ। সিরিজে মুখ্য চরিত্র জাগৃতি পাঠকের ভূমিকায় থাকছেন করিশ্মা। সাধারণ ক্রাইম রিপোর্টার থেকে অল্প সময়ের মধ্যেই ডেপুটি ব্যুরো চিফ হয়ে যায় জাগৃতি। সিনিয়র সাংবাদিক জয়দেবের সঙ্গে তিক্ত হয় সম্পর্ক। এমন পরিস্থিতিতে একসময়ের মুম্বই ডন নানা ওরফে ছোটা রাজনের ফোন আসে জাগৃতির কাছে। হঠাৎই খুন হয়ে যায় জয়দেব। অভিযুক্ত জাগৃতির ঠাঁই হয় জেলে।
আরও পড়ুন: প্রেক্ষাগৃহে বসে দার্জিলিং ভ্রমণ
জিগনা ভোরার ‘বিহাইন্ড বারস ইন বাইকুল্লা: মাই ডেজ ইন প্রিজ়ন’ অবলম্বনে তৈরি হয়েছে ‘স্কুপ’।
২ জুন থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ‘স্কুপ’।
ছবি: RBN আর্কাইভ