এ সপ্তাহের গল্প: জ্বরের ঘোরে কাকে ডাকতে থাকে অসুস্থ কুট্টুস?
RBN Web Desk: জ্বরের ঘোরে বারবার তার প্রিয় আঙ্কেলকে ডাকতে থাকে অসুস্থ কুট্টুস। অসহায় চিত্রা কীভাবে কুট্টুসকে সামলাবে বুঝতে না পেরে অপূর্বকে ডেকে পাঠায়। অপূর্ব আসামাত্রই তাকে দেখেই শান্ত হয়ে যায় কুট্টুস। ধীরে-ধীরে সুস্থ হতে থাকে সে। তাহলে কী এবার কুট্টুসের ভবিষ্যতের কথা ভেবে অপূর্ব ও পারমিতার চার হাত এক হবে? কী হবে এই সপ্তাহে ‘কড়ি খেলা’ ধারাবাহিকে?
৮ মার্চ থেকে শুরু হওয়া এই ধারাবাহিক ইতিমধ্যেই জনপ্রিয় দর্শকমহলে। স্বামীর মৃত্যুর পর একাই ছেলেকে মানুষ করছে পারমিতা ওরফে পরী। পাশাপাশি সামলাচ্ছে নিজস্ব বেকারির ব্যবসা। ছেলে কুট্টুস এবং মাকে নিয়ে পরীর ছোট্ট সংসার চলছে তাল মেলানো ছন্দে।
আরও পড়ুন: একটি চিঠি ও পরবর্তী জটিলতা, মুক্তি পেল ট্রেলার
এরই মাঝে হঠাৎ এক নতুন সুরের হাওয়া নিয়ে হাজির হয় অপূর্ব। কড়ির হাত ধরে থাকা কুট্টুসের অপর হাতটি ধরে নেয় সে। দুই মেয়েকে অপূর্বর দায়িত্বে রেখে তার স্ত্রীও মারা গেছে। নিজের সমস্ত ভালোবাসা উজাড় করে সন্তানদের মায়ের স্নেহের অপূর্ণতাকে সে পূরণ করে।
স্ত্রীকে ভুলে দ্বিতীয় বিয়ের কথা এতদিন ভাবতে পারেনি অপূর্ব। অন্যদিকে পরীও নতুনভাবে জীবন শুরু করার ক্ষেত্রে উদাসীন। কিন্তু কুট্টুসের কারণে দুপক্ষই মত পাল্টাবে কিনা এখন সেটাই দেখার।
‘কড়ি খেলা’য় পরীর ভূমিকায় অভিনয় করছেন শ্রীপর্ণা রায়। অপূর্বর চরিত্রে রয়েছেন আনন্দ ঘোষ।
প্রতিদিন রাত ৯.৩০টায় থেকে জ়ি বাংলার পর্দায় সম্প্রচারিত হয় ‘কড়ি খেলা’।