অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিশ্বভারতী
RBN Web Desk: অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আজ সকালের তাণ্ডবের পর এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। শিক্ষামন্ত্রককে জানানো হয়েছে গোটা বিষয়টি। পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে সকাল থেকে শান্তিনিকেতনে ছিল উত্তেজনা। ভাঙা হয় অস্থায়ী অফিস, নির্মীয়মাণ পাঁচিল ও নির্মাণ সরঞ্জাম।
আজ সকালে মেলার মাঠ ঘেরার প্রতিবাদে এলাকার মানুষ ভাঙচুর চালান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অফিসে। বিশ্বভারতীর একটি গেটও ভাঙা হয়। বুলডোজ়ার দিয়ে ভেঙে দেওয়া হয় পাঁচিলের ভিতের অংশ। বিক্ষুদ্ধ জনতা বন্ধ করে দেয় নির্মাণ কাজ।
এ ঘটনায় বিশ্বভারতীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় । এ বিষয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
পৌষ মেলার মাঠ ঘেরা নিয়ে গতকাল থেকেই উত্তপ্ত ছিল শান্তিনিকেতন। এ বছর পৌষ মেলা হবে না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল। গতকাল থেকে শুরু হয় পাঁচিল তোলার কাজ। মাঠ ঘেরার প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দাদের একটি অংশ। সোশ্যাল মিডিয়াতেও পুঞ্জিভূত হচ্ছিল প্রতিবাদ।