হাসপাতালে নিশিকান্ত, অবস্থা অত্যন্ত সঙ্কটজনক
RBN Web Desk: অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হিন্দি ছবির পরিচালক নিশিকান্ত কামাত। পরিস্থিতি এতটাই গুরুতর যে আজ সকালে একটা সময় তাঁর মৃত্যুর গুজব রটে যায়। পরে হাসপাতালের তরফে জানানো হয় যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নিশিকান্ত। লিভার সিরোসিসের সমস্যায় দীর্ঘদিন ভুগেছিলেন ৫০ বছর বয়সী এই পরিচালক। ফের সেই সমস্যাই আবার নতুন করে দেখে দিয়েছে। আপাতত তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
একাধিক হিন্দি ও মরাঠি ছবি পরিচালনা করেছেন নিশিকান্ত। তালিকায় রয়েছে ‘দৃশ্যম’, ‘মাদারি’, ‘মুম্বই মেরি জান’-এর মতো ছবি। ‘রকি হ্যান্ডসাম’, ‘ভবেশ যোশী সুপারহিরো’, ‘ড্যাডি’র মতো ছবিতে অভিনয়ও করেছেন তিনি।
আরও পড়ুন: ফিরল ৩২ বছরের নস্ট্যালজিয়া, এবার সঙ্গী লালনও
২০০৫ সালে ‘ডোম্বিভলি ফাস্ট’ ছবি দিয়ে মারাঠি সিনেমার জগতে পরিচালক হিসেবে অভিষেক ঘটে তাঁর। বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করেছিল সেই ছবি। পরের বছরই সেরা মারাঠা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পায় ‘ডোম্বিভলি ফাস্ট’। অসুস্থতার আগে ‘দরবদর’ ছবিতে হাত দিয়েছিলেন তিনি। ২০২২ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা।