আবেদন খারিজ, রেহাই পেলেন না বিক্রম
কলকাতা: মডেল সোনিকা সিংহ চৌহান মৃত্যু মামলা থেকে রেহাই পেলেন না অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। ২০১৭ সালের ২৯ এপ্রিল ভোররাতে রাসবিহারী অ্যাভিনিউ-তে এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় সোনিকার। সেই সময় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে বিক্রমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিনে ছাড়া পান ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা।
আজ কলকাতা হাইকোর্ট এই মামলা থেকে অব্যাহতি চেয়ে বিক্রমের করা আবেদন খারিজ করে দেয়। বিচারপতি শিবকান্ত প্রসাদ নিম্ন আদালতে সোনিকা মৃত্যু মামলায় দ্রুত চার্জগঠন করার নির্দেশ দিয়েছেন।
ভালবাসার সন্ধানে, শেষ পর্যন্ত
এই মামলা থেকে অব্যাহতি চেয়ে প্রথমে আলিপুর আদালতের দ্বারস্থ হন বিক্রম। আলিপুর আদালত তাঁর আবেদন খারিজ করে দেওয়ার পর, কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন তিনি। দীর্ঘ শুনানির পর আজ হাইকোর্ট নিম্ন আদালতের রায়ই বহাল রাখল।