পুজোর পরেও চলবে উৎসব

RBN Web Desk: এ বছর পুজো শেষ হলেও, উৎসব শেষ হবে না, এমনটাই দাবী পরিচালক অভিনন্দন দত্তের। পুজোর পরেই মুক্তি পেতে চলেছে তাঁর ওয়েব সিরিজ় ‘উৎসব এর পরে’।  অভিনয়ে রয়েছেন কৌশিক সেন, ঋতব্রত মুখোপাধ্যায়, বিমল চক্রবর্তী, সেঁজুতি মুখোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য, ঐশ্বর্য সেন, ঈশানী সেনগুপ্ত, শ্রেয়া ভট্টাচার্য, অবন্তী দত্ত, সত্ৰাজিৎ সরকার, দেবযানী দত্ত, তপতী মুনশি, জীবন সাহা, পারমিতা মুখোপাধ্যায়, অর্পন গড়াই ও মিতালি দাস। সম্প্রতি মুক্তি পেল এই সিরিজ়ের ট্রেলার।

ছবিতে মিনতির ভূমিকায় অভিনয় করেছেন সেঁজুতি। তিনি রেডিওবাংলানেট-কে জানালেন, “এই সিরিজ়ে আমি ঋক (ঋতব্রত) ও ঋভুর (সত্যম) মা। মিনতি গৃহবধূ। এত বড় একটা বাড়ির সকলের ভালোমন্দের দায়িত্ব তার কাঁধে। বাড়ির সমস্তরকম দায়িত্ব সামলে ক্লান্ত হয়ে পড়লেও সে চেষ্টা করে যায় সব অবস্থায় যেন বাড়িতে শান্তি বজায় থাকে। তবে ছেলের পরিবর্তনগুলোকে সে খুব সদর্থকভাবে দেখে। যখন তার ছেলের সঙ্গে দেওরের একটা সংঘাত লাগে তখনও সে যে খুব সোচ্চার তা নয়, কিন্তু সে মনেপ্রাণে চায় বাড়িতে যেন অশান্তি না হয়। স্বামী কমলেন্দ্রর (বিমল) সঙ্গে তার সম্পর্কটাও খুব চেনা ধাঁচের। নানা কারণে দুজনের মতের মিল না হলেও স্বামীকে সময়মতো ওষুধ খাওয়াতে মিনতি ভোলে না। আগেকার দিনে যেমন মা-মাসীদের আমরা দেখে এসেছি মিনতি ঠিক তেমনই এক চরিত্র।” 

আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ

এই প্রথম কোনও সিরিজ়ে অভিনয় করছেন ঐশ্বর্য। তিনি জানালেন, “সোহিনীর চরিত্রটা যে আমার খুব চেনা ছিল তেমন নয়। অভিদা এক্ষেত্রে খুব সাহায্য করেছেন। বিশেষ করে বিদেশে থাকার কারণে যেভাবে সোহিনী কথা বলে তাতে ইংরেজি টান থাকবেই। সেটা রপ্ত করতে আমার সময় লেগেছে। শুটিং শেষে মনে হচ্ছিল সত্যিই যেন পুজো শেষ হয়ে গেছে।”

এই সিরিজে কাজ করার সুবাদে পুজোর আগেই পুজোর আনন্দ উপভোগ করা হয়ে গেছে বলে জানালেন ঋতব্রত। “আমি যেহেতু ছবি তৈরির কাজে ভীষণভাবে আগ্রহী তাই অভিনন্দনদার সঙ্গে থেকে কাজটা দেখতেও আমার ভালো লাগতো। মাত্র ১২ দিনে যেভাবে আমরা শুট করেছি তাতে খুব চাপের মধ্যে কাজ করার কথা, কিন্তু সেটা একেবারেই হয়নি। এর পুরো কৃতিত্বতাই অভিনন্দনদার প্রাপ্য,” বললেন ঋতব্রত।




ছবিতে কাকা (কৌশিক) ও ভাইপো ঋকের মধ্যে রাজনৈতিক মতাদর্শ নিয়ে কিছু সংঘাত রয়েছে। তাহলে কি এই সিরিজ় রাজনীতি বিষয়ক? “একেবারেই নয়,” বললেন অভিনন্দন। “এখানে স্বাধীনতার সময়, নকশাল আমল এবং বর্তমান রাজনীতি নিয়ে কিছু প্রসঙ্গ উঠে আসবে ঠিকই, কিন্তু তা একেবারেই চিত্রনাট্যের প্রয়োজনে।”

এই সিরিজ়ের সময়কাল ২০১১ সাল। বাংলার বুকে তিনবার যেভাবে রাজনৈতিক পালাবদল ঘটেছে তার সাক্ষী এই রাজ্যের মানুষর। কিভাবে পাল্টেছে বিভিন্ন প্রজন্মের দৃষ্টিভঙ্গী সেই নিয়েই ‘উৎসব এর পরে’।

আগামীকাল আড্ডাটাইমসে মুক্তি পেতে চলেছে এই সিরিজ়।

 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *