আসিফ আকবর, নচিকেতার কণ্ঠে মুক্তি পেল ‘কৃষকের ঈদ’

RBN Web Desk: আজ ২৫ মে। একদিকে যেমন আজ আকাশে উঠেছে ঈদের চাঁদ, তেমনই ১২১ বছর আগে আজকের দিনে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। সাম্যবাদের জয়গাথা কণ্ঠে নিয়ে নজরুল বিদ্রোহ করেছেন আজীবন। চিরকালের বিদ্রোহী কবি মানবজাতিকে ধর্মের পদতলে পিষতে না দিয়ে বলে গেছেন মাথা উঁচু করে বাঁচতে। ‘ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন’ বলার স্পর্ধা দেখিয়ে সমাজের প্রান্তিক মানুষদের জন্য সোচ্চার হয়েছিলেন। দৃপ্ত কণ্ঠে জানিয়েছিলেন, সমাজের নিচুস্তরের মানুষের ঘরে যদি ঈদের চাঁদের আলো না আসে তাহলে সেই আনন্দ মিথ্যা।

বর্তমানে মানব সভ্যতা বিপন্ন। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছে গোটা বিশ্ব। দিন কাটছে অজানা আশঙ্কায়। তার সঙ্গে আচমকা সুপার সাইক্লোন আম্ফানের ধ্বংসলীলার কবলে আজ সকলে হতাশাগ্রস্ত। ঘরে-ঘরে নেমে এসেছে বিষাদের কালো অন্ধকার।

আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে

এই পরিস্থিতিতেও আজ ঈদের চাঁদের আলোতে ভরে উঠবে সবার ঘর, এমনটাই আশা রাখেন অমিত গঙ্গোপাধ্যায়। নজরুল ইসলামের জন্মবার্ষিকী এবং ঈদের আনন্দ একসঙ্গে উপভোগ করতে তাঁর উদ্যোগে নির্মিত ‘কৃষকের ঈদ’ মুক্তি পেল আজ। নজরুলের লেখা এই কবিতা ‘একটি বিন্দু দুধ নাহি পেয়ে যে খোকা মরিল তার, উঠেছে ঈদের চাঁদ হয়ে কি শিশু-পাঁজরের হাড়?’ যেন আজকের বাস্তব চিত্রপট। বাংলাদেশের আসিফ আকবর এবং কলকাতার সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী মিলিত কণ্ঠে পাঠ করেছেন নজরুলের এই কবিতাটি। ভিডিওটির আবহ সঙ্গীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ় এবং স্যান্ড আর্টের সাহায্যে ভিডিওটিতে প্রাণ দিয়েছেন শিল্পী স্যান্ড কৌশিক।

 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *