ফেলুদার আরও একটি লুক প্রকাশ করলেন টোটা
RBN Web Desk: সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজ়ে সত্যজিৎ রায় সৃষ্ট গোয়েন্দা চরিত্র প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদার ভূমিকায় অভিনয় করতে চলেছেন টোটা রায়চৌধুরী। ৫ নভেম্বর এই সিরিজ়টি ঘোষণা করেন সৃজিত এবং জানান যে ‘ছিন্নমস্তার অভিশাপ’ ও ‘যত কান্ড কাঠমান্ডুতে’ গল্প দুটি নিয়ে কাজ করতে চলেছেন তিনি। দুটি গল্পেরই শুটিং শেষ। এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। এই সিরিজ়ে তোপসে ও জটায়ুর ভূমিকায় থাকছেন কল্পন মিত্র ও অনির্বাণ চক্রবর্তী।
গতকাল শিক্ষক দিবসে ফেলুদার আরও একটি লুক প্রকাশ করলেন টোটা। এর আগে ফেলুদাকে নিয়ে সন্দীপ রায় পরিচালিত ‘টিনটোরেটোর যীশু’ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
'Mitter…P.C Mitter… সাহেবিয়ানা অপছন্দ হলে প্রদোষ চন্দ্র মিত্রও বলতে পারেন।'@srijitspeaketh @SurinderFilms @addatimes @joythejoyous #FeludaPherot #ChhinnomastarObhisaap #JawtoKandoKathmandute
(Smoking Kills) pic.twitter.com/J7RP3IsKsG— Tota Roy Choudhury (@tota_rc) September 5, 2020
‘ছিন্নমস্তার অভিশাপ’ গল্পে ব্যারিস্টার মহেশ চৌধুরীর ভূমিকায় দেখা যাবে ধৃতিমান চট্টোপাধ্যায়কে। এছাড়া এই কাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র বীরেন্দ্র কারান্ডিকারের ভূমিকায় রয়েছেন ঋষি কৌশিক।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
‘ফেলুদা ফেরত’ নিয়ে প্রত্যাশার পারদ ক্রমেই বাড়ছে। অনেকেই সৃজিতকে বলেছেন সত্বর সিরিজ়টির সম্প্রচার শুরু করতে। তবে প্রযোজনা সংস্থার তরফ থেকে এ ব্যাপারে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি।
আশা করা যাচ্ছে পুজো নাগাদ মুক্তি পেতে পারে ‘ফেলুদা ফেরত’।