তরজা তুঙ্গে, টালিগঞ্জে অচলাবস্থা অব্যাহত

RBN Web Desk: বিভিন্ন পক্ষের তরজায় টালিগঞ্জে অচলাবস্থা অব্যাহত। আজ শুটিং শুরু হওয়ার কথা থাকলেও গতকাল আর্টিস্টস ফোরামের আলোচনায় তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শুটিং শুরু করার শর্ত হিসেবে প্রযোজক, স্টেকহোল্ডার ও চ্যানেলের পক্ষ থেকে শিল্পী ও কলাকুশলীদের যে স্বাস্থ্য বীমা করিয়ে দেওয়ার কথা ছিল, তার কোনও লিখিত নির্দেশিকা না আসায় ফোরাম এই সিদ্ধান্ত নেয়।

আজ ফোরামের তরেফ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শিল্পীদের স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিয়ে কিছু নৈতিক দাবী জানিয়েছিলেন তাঁরা। কিন্তু যাঁদের সামনে রেখে প্রযোজনা সংস্থা ও বিভিন্ন বিনোদনমূলক চ্যানেল সারা বছর ব্যবসা করে, তাঁদের সুরক্ষার কোনও দায় তাঁরা নিতে চান না। ফোরাম আর্থিকভাবে লাভবান কোনও সংস্থা না হয়েও, অবিলম্বে শুটিং চালু করার উদ্দেশ্যে স্বেচ্ছায় এই বীমার দশ শতাংশ প্রিমিয়ম দিতে রাজি ছিল। তা সত্বেও প্রযোজকদের তরফ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি। ফোরামের অভিযোগ, শিল্পীদের জীবন বিপন্ন করেই প্রযোজনা সংস্থা ও চ্যানেলগুলি নিজেদের ব্যবসা চালিয়ে যেতে চান। শুধুমাত্র তাঁদের এই অমানবিক আচরণের জন্যই টেলিভিশনের শুটিং আটকে গেছে। এই পদক্ষেপ শিল্পী ও কলাকুশলীদের অনাহারে মেরে ফেলারই নামান্তর। একমাত্র শিল্পীরাই এই কঠিন অবস্থার মধ্যেও কোনও মাস্ক ও সুরক্ষাকবচ ছাড়াই ফ্লোরে কাজ করবেন। তাদের কাছাকাছি থাকতে হবে কলাকুশলীদেরও। অন্যদিকে প্রযোজক ও চ্যানেল কর্তৃপক্ষ কাজ করবেন সুরক্ষিত দূরত্বে, কম্পিউটারের বোতাম টিপে। সকল প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষকে যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে শুটিং শুরু করার অনুরোধ জানিয়েছে ফোরাম।

আরও পড়ুন: শর্মিলার কণ্ঠে ‘ভারততীর্থ’, আমফান ত্রাণে অভিনব কনসার্টে তারকার সমাবেশ

এই প্রসঙ্গে এসভিএফ এন্টারটেনমেন্টের ডিরেক্টর মহেন্দ্র সোনি জানিয়েছেন, “ফোরামের সিদ্ধান্তে আমি একইসঙ্গে অবাক ও চিন্তিত। সবরকম সুরক্ষাবিধি মেনে আমরা, প্রযোজকরা শুটিং শুরু করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনায় ফোরামের তরফে যা শর্ত দেওয়া হয়েছিল, তা মেনেই কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। এখন হঠাৎ ফোরাম এমন কিছু দাবি রাখছে যা আদৌ আমাদের হাতে নয়।”




অন্যদিকে ক্যামেলিয়া প্রোডাকশনের কর্ণধার নিলয় দত্ত জানালেন, “ফোরাম একতরফা সিদ্ধান্ত নিয়ে কাজ বন্ধ রাখতে চাইছেন। শিল্পীরা কাজ না করতে চাইলে আমাদের কিছুই করার নেই। সমস্যা মিটে যাওয়ার অপেক্ষায় আছি।”

এদিকে পশ্চিমবঙ্গ টেলিভিশন প্রোডিউসার্সের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আর্টিস্টস ফোরামের ইচ্ছাকৃত আপত্তির কারণে আজ থেকে শুটিং শুরু করা গেল না। এমতাবস্থায় যতদিন দেশে করোনা পরিস্থিতি থাকবে ততদিন সংগঠনটি কোনও শুটিং করবে না।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *