মহাসংকটে তিতলি, নতুন দ্বন্দ্বের মুখোমুখি
RBN Web Desk: নতুন দ্বন্দ্বের মুখোমুখি তিতলি। একদিকে তার কাঁধে দুর্গাপুজোর গুরুদায়িত্ব। মহাষ্টমীর পুজোর জোগাড় থেকে শুরু করে পুজোর ভোগ রান্না তাকে একা হাতে সামলাতে হবে। এই কঠিন পরীক্ষার ওপর দাঁড়িয়ে আছে শ্বশুরবাড়িতে তার গ্রহণযোগ্যতা। অন্যদিকে ওইদিনই তিতলির বিমানচালিকা হওয়ার স্বপ্ন পূরণের হাতছানি। সেদিনই তার পাইলট প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হওয়ার কথা। তিতলি কি দুই দিক সামলাতে পারবে? ওদিকে রিহানা তিতলির বিরুদ্বে ফের ষড়যন্ত্র শুরু কের। এই মহাসংসকটকে অতিক্রম করে তিতলি কীভাবে এগিয়ে যাবে তার স্বপ্নপূরণের লক্ষ্যে?
আগামী সপ্তাহে এরকমই নতুন চমক নিয়ে হাজির হবে ‘তিতলি’র কয়েকটি পর্ব। শুভ্রজ্যোতি মাইতি ও সুমন্ত চক্রবর্তীর পরিচালনায় ‘তিতলি’ ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আরিয়ান ভৌমিক। তার অভিনীত চরিত্রের নাম সানি। এক ফুড ব্লগারের চরিত্রে অভিনয় করছেন তিনি। এই ধারাবাহিকের নামভূমিকায় রয়েছেন মধুপ্রিয়া চৌধুরী। ‘তিতলি’র চিত্রনাট্যকার সুশান্ত দাস, নন্দলাল মজুমদার ও সায়ন্তনী ভট্টাচার্য।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
এক বিশেষ ক্ষমতাসম্পন্ন মেয়ের জীবনের লড়াইয়ের গল্প ‘তিতলি’। এই ধারাবাহিকের নামভূমিকায় রয়েছেন মধুপ্রিয়া চৌধুরী। তিতলি কানে শুনতে পায় না, অথচ আকাশে উড়তে চায়। সে পাইলট হতে চায়। তিতলির লড়াইটা তার একার নয়। তার সঙ্গে উঠে আসে আরও অনেক কথা। ইতিমধ্যেই দর্শক মহলে বেশ জনপ্রিয় হয়েছে এই ধারাবাহিক।
৯ নভেম্বর থেকে স্টার জলসায় দেখে যাবে ‘তিতলি’র ‘মহা সোমবার’ পর্ব।