নারায়ণ সান্যালের ‘উলের কাঁটা’ এবার বড়পর্দায়
RBN Web Desk: আবারও এক গোয়েন্দা চরিত্র আসতে চলেছে বড়পর্দায়, এবং সেই ভূমিকায় এবার দেখা যেতে পারে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তবে এই গোয়েন্দার সঙ্গে বাঙালি দর্শকের পরিচয় ঘটেছে ১৯৭৪ সালে। সাহিত্যিক নারায়ণ সান্যালের গল্প ‘নাগচম্পা’ অবলম্বনে পরিচালক তরুণ মজুমদারের ‘যদি জানতেম’ ছবিতে, গোয়েন্দা ব্যারিস্টার পিকে বসুর চরিত্রে অভিনয় করেছিলেন উত্তমকুমার। অন্যান্য ভূমিকায় ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সুপ্রিয়া চৌধুরী, রুমা গুহঠাকুরতা, অসিত বরণ, কমল মিত্র, বসন্ত চৌধুরী, হারাধন বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমার।
পিকে বসুর চরিত্রে প্রসেনজিতকে নিয়ে ছবি করার জন্য ‘উলের কাঁটা’ গল্পটিকে বেছে নেওয়া হয়েছে। পরিচালক হিসেবে থাকতে পারেন সায়ন্তন ঘোষাল। এই ছবিতে এক বিশেষ চরিত্রে অভিনয় করবেন নারায়ণবাবুর নাতনি আয়ূষী তালুকদার। গল্পের প্রেক্ষাপট কাশ্মীর হলেও, বর্তমান পরিস্থিতিতে দার্জিলিংয়ে শুটিং করার চিন্তাভাবনা করা হচ্ছে।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
এর আগে ২০১৮ সালে পরিচালক হরনাথ চক্রবর্তী এই একই চরিত্রে রঞ্জিত মল্লিককে নিয়ে একটি ছবি করার কথা ঘোষণা করলেও তা মুক্তি পায়নি। এছাড়া নারায়ণবাবুর বিখ্যাত ‘কাঁটা’ সিরিজ়ে অভিনয়ের জন্য অঞ্জন দত্তকে ভাবা হলেও পরবর্তীকালে সেই কাজ বেশিদূর এগোয়নি।