এবার টেলিভিশনের পর্দায় পিঠোপিঠি সৃজিত, অরিন্দম

RBN Web Desk: একই দিনে জোড়া চমক। একসঙ্গে সৃজিত মুখোপাধ্যায় এবং অরিন্দম শীলের ছবির টেলিভিশন প্রিমিয়র হতে চলেছে। সৃজিতের ‘ভিঞ্চি দা’ এবং অরিন্দমের ‘আসছে আবার শবর’ এই দুটি ছবি প্রথমবার টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে।

২০১৯-এ মুক্তি পায় ‘ভিঞ্চি দা’। নামভূমিকায় অভিনয় করেছিলেন রুদ্রনীল ঘোষ। মেকআপ শিল্পকে এক অভিনব পর্যায়ে নিয়ে সেখান থেকে গল্পে রহস্যের গন্ধ ছড়িয়েছিলেন পরিচালক সৃজিত। রুদ্রনীল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য এবং ঋত্বিক চক্রবর্তী। ভিঞ্চিদার হাতের জাদুকে কাজে লাগিয়ে নিজের স্বার্থসিদ্ধি করতে চায় আদি বোস। এক ঠাণ্ডা মাথার খুনির চরিত্রে চরিত্রে দর্শকদের অবাক করেছিলেন ঋত্বিক। অন্যদিকে একরোখা, বদমেজাজি এসিপি পোদ্দারের ভূমিকায় অনির্বাণ এ ছবির অন্যতম আকর্ষণ।

আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

২০১৮ সালে মুক্তি পায় ‘আসছে আবার শবর’। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘প্রজাপতির মৃত্যু ও পুনর্জন্ম’ অবলম্বনে অরিন্দম পরিচালনা করেন শবর সিরিজ়ের তৃতীয় ছবি। এর আগে এই সিরিজ়ে ‘ঋণ’ অবলম্বনে ‘এবার শবর’ এবং ‘ঈগলের চোখ’ অবলম্বনে একই নামের ছবি পরিচালনা করেছিলেন অরিন্দম। প্রতিটি ছবিতেই শবরের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় এবং নন্দলালের চরিত্রে শুভ্রজিৎ দত্তের অভিনয় প্রশংসা পেয়েছিল।




‘আসছে আবার শবর’-এর অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, অঞ্জনা বসু এবং মীর আফসার আলি। প্রতিবারের মত এবারও এক খুনের মামলায় শবর জড়িয়ে পড়ে। নন্দলালকে সঙ্গে নিয়ে শহরের বুকে ঘটে যাওয়া দুটো ধর্ষণ এবং খুনের কিনারা করতে নেমে পড়ে শবর। লালসা, কাম এবং স্বার্থপরতার জালে জড়িয়ে কোন সত্যের উন্মোচন করবে শবর?

২৮ মার্চ জলসা মুভিজ়ে দুপুর ২.৩০টার সময় ‘ভিঞ্চি দা’ এবং রাত ৮টায় ‘আসছে আবার শবর’ দেখা যাবে। 



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *