জিতের জমজমাট জন্মদিন
জন্মদিনে একেবারে ডবল ধামাকা !! টলিউডের সুপারস্টার জিৎ তাঁর জন্মদিনে অনুরাগীদের উপহার দিলেন দ্বিগুণ চমক। একদিকে জন্মদিনের রাতেই একেবারে ফিল্মি স্টাইলে ফ্যানদের ডাকে দিলেন সাড়া। অন্যদিকে এ দিনই প্রকাশিত হল বহু আকাঙ্ক্ষিত আগামী ছবির জমজমাট টিজ়র।
আরও পড়ুন: এবার বাদল সরকারকে নিয়ে ছবি করছেন অঞ্জন দত্ত
রবিবার ৩০ নভেম্বর ছিল সুপারস্টার জিৎ-এর জন্মদিন। জন্মদিনের রাতে ১২ টার সময়ই একেবারে কিং খান স্টাইলে নিজের বাড়ির ব্যালকনি থেকে অগণিত ভক্তবৃন্দর সামনে হাজির হলেন জিৎ। ভক্তদের উল্লাস আর শুভেচ্ছায় আপ্লুত নায়ক বার বার তাঁদের উদ্দেশে জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ আর ভালবাসা।
আরও পড়ুন: বছরে চল্লিশটি বাংলা ছবি আনছে ক্যামেলিয়া?
এদিনই প্রকাশিত হল তাঁর আগামী ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রথম ঝলক। বিপ্লবী অনন্ত সিংহ-র আত্মজীবনী অনুপ্রাণিত এই ছবির পরিচালক পথিকৃৎ বসু। পুরোপুরি অ্যাকশন ভরপুর এই টিজ়র -এর মধ্যে আভাস দেওয়া হয়েছে স্বাধীনতা পূর্ব ও স্বাধীনতা উত্তর দুই সময়েই অনন্ত সিংহর সেই বিস্মৃতপ্রায় দুঃসাহসিক অভিযানের। টোটা রায়চৌধুরী আর জিতের নেপথ্য ভাষণে জমে উঠেছে এই ছবির প্রথম ঝলক। বোঝাই যাচ্ছে ট্রেলারেও অপেক্ষা করছে জমজমাট আরো অনেক কিছু। নন্দী মুভিজ আর জিৎজ ফিল্মওয়ার্কসের যৌথ নিবেদনে মুক্তি পাবে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। এই বিষয়ে উল্লেখযোগ্য আরেকটি বিষয় হল এই ছবির মাধ্যমেই অনেকদিন পর আবার বাংলা ছবিতে সংগীত পরিচালনা ও আবহ নির্মাণে ফিরে আসছেন শান্তনু মৈত্র।
