গুজবে বিরক্ত মনোজ মিত্রের পরিবার
RBN Web Desk: তাঁর মৃত্যুগুজবে বিরক্ত বিশিষ্ট অভিনেতা মনোজ মিত্রের (Manoj Mitra) পরিবার। কিছুদিন আগে ৮৫ বছর বয়সী অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর থেকেই তাঁর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আর তাতেই তাঁদের নাজেহাল অবস্থা বলে জানালেন মনোজবাবুর ভাই, বিশিষ্ট সাহিত্যিক অমর মিত্র।
চিকিৎসক গৌতম দত্তের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি ছিলেন দেশের অন্যতম খ্যাতনামা নাট্য ব্যক্তিত্ব। সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন তিনি।
আরও পড়ুন: রান্নাঘরে জুটি বাঁধলেন বনি-প্রিয়াঙ্কা
সংবাদমাধ্যমকে অমরবাবু জানিয়েছেন, তাঁর দাদা মারা গিয়েছেন কিনা জানতে চেয়ে মাঝরাতেও ফোন আসছে। তাঁর মৃত্যুগুজব কারা ছড়িয়েছেন, কীই বা তাঁদের উদ্দেশ্য, তা তিনি জানেন না। মনোজবাবু ভালো আছেন, সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।
মঞ্চে অভিনয়ের পাশাপাশি সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত ও তপন সিংহের মতো পরিচালকদের ছবিতে কাজও করেছেন মনোজবাবু।
ছবি: ওটিটি প্লে