‘সুন্দরী কমলা’র সাফল্য উদযাপন করল টিম
RBN Web Desk: ‘সুন্দরী কমলা’কে কে না চেনে। বাংলা লোকঙ্গীতের ভাণ্ডারের অন্যতম জনপ্রিয় গান ‘সুন্দরী কমলা’ নতুনভাবে প্রকাশিত হয়েছে পৌলমী ঘোষের কণ্ঠে। বর্তমান যুগের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই গানের আধুনিকীকরণ করা হয়েছে।
সম্প্রতি ‘সুন্দরী কমলা’র টিম এই গানের সাফল্য উদযাপন করল কলকাতায়। উপস্থিত ছিলেন সায়ন্তনী ঘোষ, জয় সেনগুপ্ত, সায়ন্তনী গুহ ঠাকুরতা ও পাপিয়া অধিকারী। এছাড়াও ছিলেন ছিলেন সঙ্গীত পরিচালক সমিধ মুখোপাধ্যায়, দেব সেন, চলচ্চিত্র পরিচালক রণদীপ সরকার ও অন্যান্যরা।
‘সুন্দরী কমলা’ মিউজি়ক ভিডিওটি পরিচালনা করেছেন সোমু মিত্র। বাংলা ও হিন্দি, দুই জগতেই সমানভাবে কাজ করেছেন তিনি। রবি চোপড়া, বি আর চোপড়ার মতো প্রযোজাক-পরিচালকদের সঙ্গেও যুক্ত হয়েছে সোমুর নাম। এর আগে তাঁর পরিচালনায় মুক্তি পেয়েছে ‘চোর’ ও ‘পকেটমার’।
আরও পড়ুন: নাট্যচর্চার নয়া মঞ্চ পেল শহর
জনপ্রিয় ‘সুন্দরী কমলা’র মিউজ়িক ভিডিওতে পৌলমী ছাড়াও রয়েছেন পায়েল রায়। পায়েল চলচ্চিত্র ও টেলিভিশনের পরিচিত মুখ। টেলিভিশনে ‘চারুলতা’ ছাড়াও ‘চুপকথা’, ‘বালুকাবেলা ডট কম’, ‘কালারস অফ লাইফ’-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি।
হিন্দি ও বাংলা মিলিয়ে বহু ছবিতে গান গেয়েছেন পৌলমী। ‘আজ আড়ি কাল ভাব’, স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘ব্লু লাইজ়’-এর কণ্ঠশিল্পী ছিলেন পৌলমী।