স্মরণে সুচিত্রা, তিন দিন ব্যাপী অনুষ্ঠানে থাকছে ডায়েরি থেকে পাঠও
কলকাতা: “এই ভাবে ধীরে ধীরে কখন নিজের অজান্তে এক রবীন্দ্রনাথই আমার জীবনে গীতা, বাইবেল, কোরান হয়ে উঠেছেন। তাঁর বাইরে কোনো ধর্ম আমার নেই—কোনো ধর্ম আমি মানি না,” লিখেছিলেন সুচিত্রা মিত্র তাঁর ডায়েরির পাতায়, নির্জনে, একান্ত আলাপচারিতায়। শান্তিনিকেতনে ছাত্রী জীবনের কথা দিয়ে তাঁর ডায়েরি লেখা শুরু। দিনান্তবেলায়, বার্ধক্যে পৌঁছে জীবনের চাওয়া পাওয়া, বিশ্বাস অবিশ্বাসের এক সম্পূর্ণ গাথা হয়ে উঠেছিল এই ডায়েরি।
১৯ সেপ্টেম্বর কিংবদন্তী এই শিল্পীর ৯৫তম জন্মদিন। এই উপলক্ষে সুচিত্রার ছাত্রী মন্দিরা মুখোপাধায় ও তাঁর সংস্থা পূরবীর পক্ষ থেকে শহরের বিভিন্ন মঞ্চে তিন দিন ব্যাপী একাধিক উৎসবের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: পঁচিশে ‘উনিশে এপ্রিল’
‘কথা-সুচিত্রা’ শীর্ষক এই উৎসবের সূচনা জ্ঞান মঞ্চে ১৮ সেপ্টেম্বর। ওই দিন মন্দিরার একক গানের সঙ্গে থাকছে সুচিত্রার ডায়েরির নির্বাচিত অংশ পাঠ। পরের দিন কলামন্দিরে মঞ্চস্থ হবে ‘শাপমোচন’। ২০ সেপ্টেম্বর অনুষ্ঠানের শেষ দিন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে মঞ্চস্থ হবে ‘ভানুসিংহের পদাবলী’।
প্রতিদিনের অনুষ্ঠানেই অংশগ্রহণ করবেন কলকাতা ও বিভিন্ন রাজ্যের আমন্ত্রিত শিল্পী ও কলাকুশলীরা।