সময়কাল ২০২৫, ভয়াল ভবিষ্যতের আশঙ্কায় জেগে ‘একটি তারা’
RBN Web Desk: করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে গোটা পৃথিবীর মানুষ আজ গৃহবন্দী। কোনওভাবেই বাড়ি থেকে বেরোনো যাবে না। কিন্তু এভাবে আর কদিন? আজ থেকে পাঁচ বছর পরেও যদি পরিস্থিতি একই থাকে? তখন কী হবে? এভাবে চলতে থাকলে কজন মানুষই বা জীবিত থাকবে এই ধরিত্রীর বুকে?
সেই ভয়াল ভবিষ্যতের আশঙ্কা থেকেই শিলাদিত্য মৌলিকের পরিচালনায় গতকাল মুক্তি পেল ‘একটি তারা’। গল্পের সময়কাল ২০২৫। একজন অভিনেত্রীর কাছে আচমকাই একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। বহু বছর ধরে অন্য কোনও মানুষের কন্ঠস্বর শুনতে না পাওয়া সেই অভিনেত্রী ভীত সন্ত্রস্ত। তবুও ফোনের ওপারের মানুষটিকে দেখার জন্য সে উদগ্রীব। তারপর কী হয়, তাই নিয়েই ‘একটি তারা’। স্বল্পদৈর্ঘ্যের এই ছবিতে অভিনয় করেছেন পায়েল সরকার ও শুভ্র দাস।
“বর্তমানে আমরা এমন একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি যে ভবিষ্যতের কথা ভেবে গায়ে কাঁটা দিচ্ছে। সেখান থেকেই ছবির ভাবনাটা আমার মাথায় আসে,” রেডিওবাংলানেট-কে জানালেন শিলাদিত্য। তাঁর পরবর্তী ছবি ‘হৃদপিন্ড’ মুক্তির অপেক্ষায়। এর মাঝেই তিনি উপস্থিত হলেন ‘একটি তারা’ নিয়ে।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
“এই মুহূর্তে প্রায় সবাই মানসিকভাবে বিপর্যস্ত। সেই দিকটা নিয়ে কেউ কোনও কথা বলছে না। সেটা নিয়েই আমার গল্প। আজ আমরা যা চাইছি তা পাচ্ছি না। আমাদের চাহিদা আজ সীমিত। কয়েকদিন আগে আমরা যে জিনিসটাকে বিশেষ মূল্য দিতাম না আজ কিন্তু তার কদর বুঝছি,” বললেন শিলাদিত্য।
‘একটি তারা’য় অভিনেত্রীর চরিত্রে রয়েছেন পায়েল । “এখানে আমি আমার নিজের ভূমিকাতেই অভিনয় করেছি। এই মুহূর্তে আমি গৃহবন্দী এবং একা। সাহায্য করার কেউ নেই। ঠিক তেমনই ছবিতেও আমিও একা। তাই চরিত্রটার সঙ্গে সহজেই আইডেন্টিফাই করতে পেরেছি,” বললেন পায়েল।
‘একটি তারা’ সঙ্গীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য।