এক বছরে দু’বার, প্রথম শাহরুখই
RBN Web Desk: এই প্রথম এক বছরে কোনও অভিনেতার ছবি বক্স অফিসে দু’বার ₹১,০০০ কোটির ব্যবসা পেরোতে চলেছে। ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। ছবিটির অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, দীপিকা পাডুকোন, সুনীল গ্রোভার, প্রিয়ামণি ও সানিয়া মালহোত্র।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই ₹২০০ কোটির ব্যবসা অতিক্রম করেছে অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’। ওয়াকিবহাল মহলের ধারণা, দু’সপ্তাহ পেরোনোর আগেই ₹১,০০০ কোটি ছুঁয়ে ফেলবে ‘জওয়ান’।
আরও পড়ুন: নব্বইয়ের নস্টালজিয়া ফেরালেন শিলাজিৎ, নচিকেতা, অঞ্জন
এ বছর জানুয়ারিতে মুক্তি পেয়েছিল ‘পাঠান’। ছবির নামভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ। বক্স অফিসে আনুমানিক ₹১,১০০ কোটির ব্যবসা করেছিল ছবিটি। ‘জওয়ান’ সেই রেকর্ডও ভেঙে দেবে বলে মনে করা হচ্ছে।
এ বছর শাহরুখের তিনটি ছবি মুক্তি পাচ্ছে। ডিসেম্বরে প্রেক্ষাগৃহে আসছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’।