ভাইবোনের আবেগঘন সম্পর্কের গল্প দেখাবে ‘দাদামণি’

RBN News Desk: পারিবারিক সম্পর্ক, স্বপ্ন আর সামাজিক পরিবর্তনের টানাপোড়েনকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন ধারাবাহিক ‘দাদামণি’ (Dadamoni)

গ্রাম বাংলার পটভূমিতে তৈরি এই কাহিনির কেন্দ্রীয় চরিত্র সোম। এক দায়িত্বশীল দাদা, যার কাঁধে হঠাৎ করেই এসে পড়ে চার বোনের দায়িত্ব। মা চলে গেছেন সংসার ছেড়ে, বাবা নেশার জগতের বাসিন্দা। কাজেই সোমের ওপর এসে পড়ে বোনেদের দেখাশোনার ভার। চার বোনের ভবিষ্যৎ হয়ে ওঠে সোমের জীবনের একমাত্র লক্ষ্য। সে বিশ্বাস করে, বোনেদের বিয়ে দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করাই তার একমাত্র কর্তব্য। কিন্তু প্রত্যেক বোনের রয়েছে নিজস্ব স্বপ্ন, যা সমাজের চেনা ছকে হয়তো সহজে মেলে না। কেউ হতে চায় শিক্ষিকা তো কেউ আধুনিক কোনও পেশা অবলম্বন করতে চায়। অভিভাবকত্বের এই অভিনব যাত্রায় সোমের পাশে থাকে তার ছোটবেলার বন্ধু পার্বতী। পেশাগতভাবে সে একজন ডাক্তার। রত্না, রেশমি, রানী, রিমলি, আলাদাভাবে স্বপ্ন দেখা চার বোনকে সোম কীভাবে মানুষ করে তোলে সেই নিয়েই এগোবে এই ধারাবাহিকের গল্প।

আরও পড়ুন: নাচে শাহরুখ ৭, অজয় ৯, অভিনব যুক্তি কাজলের

সোমের চরিত্রে অভিনয় করছেন প্রতীক সেন। পার্বতীর চরিত্রে দেখা যাবে অনুষ্কা চক্রবর্তীকে। এছাড়াও রয়েছেন দেবেশ চট্টোপাধ্যায়, গম্ভীরা ভট্টাচার্য সহ একাধিক অভিজ্ঞ থিয়েটার অভিনেতাও।

গত ৭ জুলাই থেকে রাত ৮:৩০ এ জ়ি বাংলায় দেখা যাচ্ছে এই ধারাবাহিকটি।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *