বিশিষ্ট অভিনেতা শ্রীরাম লাগু প্রয়াত
RBN Web Desk: চলে গেলেন হিন্দী ছবির বিশিষ্ট অভিনেতা শ্রীরাম লাগু। আজ পুণের এক বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। মূলত চরিত্রাভিনেতা হিসেবেই জনপ্রিয়তা লাভ করেছিলেন শ্রীরাম লাগু।
সত্তর ও আশির দশকে একাধিক সুপারহিট হিন্দী ছবিতে অভিনয় করেছিলেন শ্রীরাম লাগু। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘হেরা ফেরি’, ‘চলতে চলতে’, ‘ঘরোন্দা’, ‘মুকদ্দর কা সিকন্দর’, ‘ইমান ধরম’, ‘সৌতন’, ‘পুকার’ ও ‘সদমা’। রিচার্ড অ্যাটেনবারোর ‘গান্ধী’ ছবিতে গোপালকৃষ্ণ গোখলের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
হিন্দী ছাড়াও একাধিক মারাঠী ছবিতে দেখা গেছে তাঁকে।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
মারাঠী থিয়েটারেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তিনি। মেডিক্যাল কলেজে ডাক্তারী পড়ার সময় প্রোগ্রেসিভ ড্রামাটিক অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন তৈরী করেছিলেন তিনি।
শ্রীরাম লাগুর মৃত্যুতে মুম্বই চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া।