‘এল্ ডোরাডো’র সূত্রধরের ভূমিকায় শুভ্রজিৎ
কলকাতা: সন্দীপ রায় পরিচালিত ‘প্রোফেসর শঙ্কু ও এল্ ডোরাডো’ ছবিতে সূত্রধরের ভূমিকায় থাকছেন শুভ্রজিৎ দত্ত। আজ শহরে এই ছবি সংক্রান্ত এক অনুষ্ঠানে শুভ্রজিৎ নিজেই জানালেন এ কথা। ছবিতে শঙ্কুর ভূমিকায় থাকছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, নকুড়বাবুর চরিত্রে রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়। প্রহ্লাদের চরিত্রে আছেন উদয়শঙ্কর পাল।
“এই নিয়ে বাবুদার (সন্দীপ) সঙ্গে ছ’টা ছবিতে কাজ করা হয়ে গেল আমার,” রেডিওবাংলানেট-কে জানালেন শুভ্রজিৎ। “বাবুদা ফোন করে বলেছিলেন একটা ছোট্ট চরিত্র আছে। উনি চান সেটা আমি করি। বাবুদার চাওয়াটা আমার কাছে অনেকটা বড় ব্যাপার। এখানে আমার চরিত্রটা খুবই ছোট। নাম সমরেশ, সমু বলে ডাকা হয় তাকে। সে একটা ডায়রি পায়। যেখান থেকে শঙ্কু সম্পর্কে জানা যায়।”
আরও পড়ুন: সিনেমার মতোই ছিল যে জীবন
ছবিতে শঙ্কুর সঙ্গে দর্শকদের পরিচয় করানোর কাজটি করবেন শুভ্রজিৎ। অর্থাৎ সত্যজিৎ রায়ের লেখা শঙ্কু সিরিজ়ের প্রথম গল্প ‘ব্যোমযাত্রীর ডায়রী’র রেশ নিয়ে শুরু হচ্ছে এল ডোরাডো অভিযান।
“প্রফেসর শঙ্কুও তো একটা ইতিহাসের মতো,” বললেন শুভ্রজিৎ। “তাই সেই ইতিহাসের অঙ্গ হতে পেরে আমার খুব ভালো লাগছে। দর্শকদের সঙ্গে শঙ্কুকে পরিচয় করিয়ে দেওয়ার ভারটা আমার ওপরেই পড়েছে। সমরেশ কিন্তু ডায়রিটা হাতে পেয়ে প্রথমে কোনও কৌতূহল দেখায়নি। কিন্তু নানা অদ্ভুত ঘটনা তাকে সেই ডায়রিটা পড়তে বাধ্য করে।”
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
তাহলে কি ‘ব্যোমযাত্রীর ডায়রী’র পুরো গল্পটাই ছবিতে থাকছে? “না, তা নয়। এখানে সমরেশের ডায়রি পড়া দিয়ে শুরু করে ছবিটা শঙ্কুর গল্পে চলে যাচ্ছে। ফিরে আসার কোনও ব্যাপার নেই। শুরুর অংশে আমি আছি শঙ্কুকে চিনিয়ে দেবার জন্য,” বললেন শুভ্রজিৎ।
২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘প্রোফেসর শঙ্কু ও এল্ ডোরাডো’।