ক্রাউড ফান্ডিংয়ের কাঁধে চেপে ভাগ্যলক্ষ্মীর আগমন

RBN Web Desk: মাত্র কয়েক বছর আগে বাংলা ভাষায় ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তৈরি হয়েছে তথ্যচিত্র এবং তারপর একটি পূর্ণাঙ্গ ছবিও। এবার একইভাবে তৈরি হতে চলেছে একটি ওয়েব সিরিজ়ও। শুভম দত্তের পরিচালনায় চাঁদা তুলে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘ভাগ্যলক্ষ্মী বাম্পার’। এই সিরিজ়ে অভিনয় করেছেন উন্মেষ গঙ্গোপাধ্যায়, স্বরলিপি ঘোষ, চিরঞ্জিত চক্রবর্তী, সুরজিৎ মাল, বিমল গিরি, স্বাতী মুখোপাধ্যায় ও সুব্রত সেনগুপ্ত।

এ শহরে প্রতিদিনই ঘটে নিত্য নতুন ঘটনা, যার কিছু আমাদের চোখে পড়ে আবার কিছু পড়ে না। প্রতিদিন বহু মানুষ লটারির টিকিট কাটেন সৌভাগ্য প্রাপ্তি, অর্থাৎ অর্থলাভের আশায়। কিন্তু অর্থের বদলে যদি অন্য কিছু ঘরে আসে? ভাগ্যের ফেরে জর্জরিত হয়ে লক্ষ্মীলাভের আশায় লটারির টিকিট কেটে ফেলে নারায়ণ। কিন্তু ভাগ্য কি তার সহায় হবে? লক্ষ্মী কোন বর দেবেন নারায়ণকে? 

আরও পড়ুন: চেনা ছন্দে গ্যালারি হাঁকালেন করণ

এর আগে শুভম বেশ কিছু স্বল্পদৈর্ঘ্যের ছবি পরিচালনা করেছেন। তাঁর পরিচালিত ‘ম্যাজিক রসগোল্লা’ ইতিমধ্যে অনেকগুলি পুরস্কারও পেয়েছে। তাই এবার সাহস করে ওয়েব সিরিজ় নির্মাণে হাত দিতে চলেছেন তিনি। তবে চিত্রনাট্য ও পরিচালক প্রস্তুত থাকলেও ছিল না প্রযোজক। নিজেদের জমানো টাকা দিয়েও খরচে পোষাবে না, অগত্যা জনগণই ভরসা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে পাওয়া গেল চিত্রগ্রাহক থেকে প্রোডাকশন কন্ট্রোলার। কস্টিউম ডিজ়াইনারও পাওয়া গেছে এইভাবেই। 

ছবির চিত্রনাট্য লিখেছেন স্বরলিপি নিজেই। তিনি রয়েছেন লক্ষ্মীর ভূমিকায়। অন্যদিকে জনপ্রিয় ইউটিউবার উন্মেষকে দেখা যাবে নারায়ণের চরিত্রে। এই মাস থেকেই শুরু হয়েছে ‘ভাগ্যলক্ষ্মী বাম্পার’-এর শ্যুটিং।

ডেজ়িনিয়াক্স স্টুডিওসের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে সিরিজ়টি। 

 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *