শেষের পথে সীমারেখা
RBN Web Desk: শেষ হতে চলেছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক সীমারেখা । গত বেশ কয়েক মাস ধরে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের বাংলায় ফিকশনভিত্তিক আরবান ১৫+ টিআরপি তালিকার পাকাপাকি জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিকটি। মাঝখানে কয়েক সপ্তাহ এই তালিকা থেকে বেড়িয়ে গেলেও আবার ফিরে এসেছিল সীমারেখা।
শেষের দিনে তাই বিষাদের সুর গোটা ইউনিটে। এই দিনটি স্মরণীয় করে রাখার জন্য প্রযোজনা সংস্থার তরফে একটি বিশাল কেক অর্ডার দেওয়া হয়।
মাঝরাতে সৃজিতের ফোন, গান গাইতে হবে: অনির্বাণ
ধারাবহিকটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দেবাঞ্জন চট্টোপাধ্যায়। শেষ দিনের একটি বিশেষ ছবি তিনি পোস্ট করেন সোশাল মিডিয়ায়।
'সীমারেখা' শেষ দিন…#zeebangla #surinderfilms #surinderfilmstelevision #gratitude #greatful
Gepostet von Debanjan Chatterjee am Montag, 7. Januar 2019
অভিনেত্রী ইন্দ্রানী হালদারের জন্মদিনও পালন করা হল সীমারেখার সেটে। এই ধারাবাহিকে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তিনি ছাড়াও এই ধারাবাহিকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবদূত ঘোষ, দোলন রায়, ও বাদশা মৈত্র।