আমরা তো কেউ হিংসুটে নই: শাশ্বত
RBN Web Desk: একঝাঁক তারকা শিল্পী নিয়ে রাজর্ষি দে পরিচালিত ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ মুক্তি পেতে চলেছে আগামীকাল। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তিনি ছাড়াও রয়েছেন কৌশিক সেন, অর্পিতা চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, পদ্মনাভ দাসগুপ্ত, রূপঙ্কর বাগচী, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও অন্যান্যরা।
ছবিতে তাঁর অভিনীত চরিত্রটি সম্পর্কে শাশ্বত রেডিওবাংলানেট-কে জানালেন, “আমি বাড়ির জামাইয়ের ভূমিকায় রয়েছি। দেব পরিবারের যিনি এই বাড়িটা বানিয়েছিলেন, তিনি সত্যজিৎ রায়ের ‘কাঞ্চনজঙ্ঘা’ ছবিটা দেখে মুগ্ধ হয়ে দার্জিলিংয়ে একটি বাড়ি করার সিদ্ধান্ত নেন। তার অবর্তমানে ছেলেমেয়েরা সকলে মিলে ঠিক করে সেই বাড়িতে গিয়ে ছুটি কাটাবে। সেখানে গিয়ে তাদের কোন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সেই নিয়েই এই ছবি।”
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
এতজন তারকা মিলে কাজ করতে অসুবিধা হতো না?
উত্তরে শাশ্বত জানালেন, “সমমনস্ক মানুষদের সঙ্গে অসুবিধা হওয়ার কথাই নয়। হইহই করেই আমাদের সময় কেটে যেত। আর কাজটা সহজ হয়ে যেত কারণ বেশিরভাগ দৃশ্যই চার-পাঁচজন মিলে। তাই দায়িত্বটা ভাগ হয়ে যেত। কাজ নিয়ে কোনও সমস্যা হয়নি। মনে হতো আমরা যেন বেড়াতে এসেছি। কাজটা যে করতে হবে সেটাই মনে থাকতো না। রাজর্ষি আমাদের খুঁজে-খুঁজে নিয়ে আসতো। পরের শট যাদের সঙ্গে, তারা কেউ হয়েতা গ্লেনারিজ়ে বসে আছে আবার কেউ দল বেঁধে কেভেন্টার্সে আড্ডা দিচ্ছে। কী করে রাজর্ষি সবটা সামলেছে সে ওই জানে,” হাসতে-হাসতে বললেন শাশ্বত।
এত বড় স্টার কাস্টের ছবিতে স্ক্রিন টাইম নিশ্চয়ই সকলের সমান নয়। সেটা সম্ভবও নয়। এরকম একটা কাজের জায়গায় ইগোর সমস্যা হয় না?
“হয়নি, তার কারণ আমরা কেউ হিংসুটে নই,” বলেই হেসে ফেললেন শাশ্বত। “যে যার নিজের চরিত্রটা বুঝলে ইগোর সমস্যা থাকে না। আর এখানে তো পিকনিকের মতো করে কাজ হয়েছে। হ্যাঁ, এতজনকে একসঙ্গে নিয়ে ছবি করতে গেলে গল্পটা ঘেঁটে যাওয়ার ভয় থাকে। সেটা এখানে হয়নি আর তার জন্য চিত্রনাট্যই দায়ী। রাজর্ষির চিত্রনাট্য আর পরিচালনা দুটোই খুব গোছানো। এই ছবির শুটটা অনেকদিন মনে থেকে যাবে।”
ছবি: প্রতিবেদক