রাজনৈতিক থ্রিলার নিয়ে আসছেন সৌরভ
RBN Web Desk: ফেব্রুয়ারি মাসে ‘শব্দ জব্দ’ সিরিজ়ের পর আবারও এক থ্রিলার গল্পে হাত দিতে চলেছেন পরিচালক সৌরভ চক্রবর্তী। এবারের সিরিজের নাম ‘লাল মাটি’। তাঁর নতুন সিরিজ়টিকে রাজনৈতিক থ্রিলার বলে বর্ণনা করলেন সৌরভ।
“‘লাল মাটি’ একজন ডাক্তারের গল্প,” রেডিওবাংলানেট-কে জানালেন সৌরভ। “একজন মানুষের বিশ্বাসের গল্প থাকবে এই সিরিজ়ে। কোনওকিছুর ওপর অতিরিক্ত বিশ্বাস কখনও ভালো ফল দেয় না। সে যে কোনওকিছুর ওপরেই হতে পারে। কোনও দল বা কোন বিশেষ মতাদর্শের ওপর অতিরিক্ত বিশ্বাস মানুষকে ভুল পথে চালিত করে। সে বিশ্বাস ধর্মের ওপর হতে পারে, বা কোনও রাজনৈতিক দলের ওপরেও হতে পারে। সংক্ষেপে এই হলো ‘লাল মাটি’র বিষয়।”
আরও পড়ুন: বাইপোলার ডিসঅর্ডার থেকে চরম অবসাদ, হোমসে ‘ডুবে’ গিয়েছিলেন জেরেমি
তবে সিরিজ়ের গল্প সম্পূর্ণ কাল্পনিক বলেই জানালেন সৌরভ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট থেকে কোনওভাবেই ‘লাল মাটি’ অনুপ্রাণিত নয়।
সিরিজ়ে চারটি মূল চরিত্র ও অনেকগুলি ছোট চরিত্র থাকলেও এখনও কাস্টিং হয়নি বলে জানা গেল। ১৮ সেপ্টেম্বর ‘লাল মাটি’র প্রথম লুক প্রকাশিত হয়েছে। এর আগে সৌরভের পরিচালনায় ‘ধানবাদ ব্লুজ়’, ‘কার্টুন’, ‘জাপানি টয়’ ও ‘শব্দ জব্দ’ দর্শকের প্রশংসা পেয়েছে।
ছবি: প্রতিবেদক