এবার এক ডাইনির চরিত্রে সম্পূর্ণা লাহিড়ী
RBN Web Desk: এক ডাইনির চরিত্রে এবার অভিনয় করতে চলেছেন সম্পূর্ণা লাহিড়ী। এক বেসরকারী বিনোদনমূলক চ্যানেলে শীঘ্রই শুরু হবে এই নতুন ধারাবাহিকটি আর সেখানেই ডাইনির ভূমিকায় দেখা যাবে সম্পূর্ণাকে।
প্রযোজনা সংস্থা সূত্রের খবর, হিন্দী ধারাবাহিক নজ়র-এর বাংলা রিমেক হতে চলেছে এই ধারাবাহিকটি। তবে বাংলার দর্শকের কথা মাথায় রেখে ধারাবাহিকটির নামে কোনও পরিবর্তন আনা হবে কি না, তা এখনও ঠিক হয়নি।
জিনস পরে রবীন্দ্রসঙ্গীত গাওয়াকে কটাক্ষ, ক্ষোভের মুখে শ্রাবণী সেন
মূল হিন্দী ধারাবাহিকটিতে মোহনা নামের এক ডাইনির চরিত্রে অভিনয় করেছেন ভোজপুরী ছবির জনপ্রিয় অভিনেত্রী অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা।
সম্পূর্ণাকে এর আগে দেখা গেছে তারে আমি চোখে দেখিনি ধারাবাহিকে। এছাড়াও বড় পর্দায় তিনি কাজ করেছেন অরিন্দম শীল, অঞ্জন দত্ত, অনিকেত চট্টোপাধ্যায় ও প্রতিম ডি গুপ্তর মতন পরিচালকদের সঙ্গে।