নেতাজি ধারাবাহিক বন্ধের দাবী জানালেন বসু পরিবারের সদস্য

RBN Web Desk: এক বাংলা বেসকরকারী বিনোদনমূলক চ্যানেলে প্রচারিত দেশনায়ক সুভাষচন্দ্র বসুর জীবনীনির্ভর নেতাজি ধারাবাহিকটি বন্ধের দাবী জানালেন ওই পরিবারেরই এক সদস্য। ১৪ জানুয়ারী থেকে শুরু হয়েছে এই ধারাবাহিকের সম্প্রচার।

সম্প্রতি এক বাংলা সংবাদপত্রে প্রকাশিত একটি চিঠিতে, নেতাজির ভাতুষ্পুত্র ডি এন বসু অভিযোগ করেন, “দিনের পর দিন অতি সাধারণ রোমাঞ্চকর ধারাবাহিকের মতন নানা অলীক চরিত্রের সংঘাত দেখানো হচ্ছে। কটকের পরিবেশ তৈরি হয়েছে দেওঘরে, সাজপোশাক আজকালকার অভিনেত্রীদের মানানসই।”

গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই

এছাড়াও ডি এন বসু বলেন যে সুভাষচন্দ্রের পিতা জানকীনাথ বাড়ির সব ছেলেদের মানুষের মত মানুষ হওয়ার উপদেশ দিতেন। কিন্তু ধারাবাহিকে দেখানো হচ্ছে যে জানকীনাথের আদেশেই সবাইকে চলতে হবে। এমন কি সুভাষের স্কুল থেকে বিতাড়িত হওয়ার ঘটনাটিও সম্পূর্ণ মিথ্যে। “ধারাবাহিকটি সুভাষের জীবনের বিকৃত পরিচয় দিচ্ছে। জনসাধারণের স্বার্থে এই ধারাবাহিকের আশু সমাপ্তি প্রার্থনীয়,” বলেন ডি এন বসু।  

বন্ধের দাবী জানালেন

 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *