এই ছবিটা একটা আলাদা দৃষ্টান্ত তৈরী করবে: সাবর্ণী
কলকাতা: পরিচালক অপর্ণা সেনের নতুন ছবি ‘ঘরে বাইরে আজ’ একটা আলাদা দৃষ্টান্ত তৈরী করবে বলে মনে করেন সাবর্ণী দাস। ‘পারমিতার একদিন’ থেকে শুরু করে অপর্ণার একাধিক ছবির পোশাক পরিকল্পনার দায়িত্ব সামলেছেন তিনি।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঘরে বাইরে’ উপন্যাসের প্রেক্ষাপট থেকে একেবারেই আলাদা করে বানানো হয়েছে ‘ঘরে বাইরে আজ’। পোশাক পরিকল্পনার জন্য কোনও রেফারেন্স কি ব্যবহার করেছিলেন তিনি? সম্প্রতি শহরে এক অনুষ্ঠানে সাবর্ণী রেডিওবাংলানেট-কে জানালেন, “অপর্ণার ছবির প্রেক্ষাপট দিল্লী। এই শহরের একটা আলাদা কালচার আছে। এখানে যে সব প্রবাসী বাঙালিরা থাকেন, মানে যারা বরাবরই এখানকার বাসিন্দা, তাদের মধ্যে এক অন্যরকম আভিজাত্য দেখা যায়। এঁরা পাশ্চাত্য আদব কায়দায় অভ্যস্ত হলেও পোশাক-আশাকের দিক দিয়ে খাঁটি ভারতীয় ঐতিহ্য রক্ষা করে চলেন। এই ক্লাসটাকে মাথায় রেখেই কাজ করেছিলাম। সবথেকে ভালো কাজের শাড়ি কিন্তু দিল্লীতেই পাওয়া যায়। তাই এই স্টাইলের ওপর ভিত্তি করেই আমি বর্তমান সময়টাকে ধরতে চেয়েছি।”
আরও পড়ুন: যে জন থাকে মাঝখানে
ছবিতে বৃন্দার চরিত্রে অভিনয় করেছেন তুহিনা। “বৃন্দা আধা-আদিবাসী সমাজ থেকে আসা একজন মেয়ে। সে পরে শহুরে শিক্ষায় শিক্ষিত হয়। তাই সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি আধুনিক অথচ দিশি একটা লুক আনার। সুতি, তসর, তাঁত এগুলোর ওপরেই বৃন্দার সাজটা নির্ভর করেছে,” জানালেন সাবর্ণী।
“পুরুষদের পোশাকের ক্ষেত্রে অক্সফোর্ড ফেরত নিখিলেশের জন্য একটু সাহেবী ধাঁচের স্মার্ট পোশাক ভেবেছি,” বললেন চলচ্চিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ডিজ়াইনার। “যদিও নিখিলেশ ভারতীয় পোশাক পরে না তেমন নয়, তবে তার হাঁটাচলায় একটা আলাদা আত্মবিশ্বাস রয়েছে, সেটা পোশাকেও রেখেছি। আর যেহেতু সন্দীপ একজন রাজনীতিবিদ তাই তার পোশাকে খাঁটি ভারতীয় ছাপ থাকবেই। সেক্ষেত্রে জহরকোট ও বিভিন্ন ধরণের পাঞ্জাবি ব্যবহার করেছি।”
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
সাবর্ণীর দাবী, “সবদিক থেকেই ‘ঘরে বাইরে আজ’ বাংলা ছবির ক্ষেত্রে এক নতুন নান্দনিকতার দিশা দেবে। আধুনিকতার সঙ্গে বাঙালিয়ানার মিশেলে এই স্টাইল একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।”
সাধারণত পিরিয়ড ছবিতেই তিনি পোশাক পরিকল্পনা করেন, এমন একটা ধারণা থাকলেও আসলে নানান ধরণের ছবিতেই কাজ করতে তিনি স্বচ্ছন্দ। “এর আগে ‘বাপি বাড়ি যা’, ‘চতুষ্কোণ’ করেছি। সব ধরণের কাজই করেছি, করছি। তবে পিরিয়ড কাজ করতে আমার ভালো লাগে। কারণ সেখানে কাজের চ্যালেঞ্জটা অনেক বেশী। যেমন নির্মল চক্রবর্তীর ‘দত্তা’ করছি। সেখানেও রাবিন্দ্রীক আঙ্গিকে ওই সময়টাকে ফিরিয়ে আনার কাজটা করতে হচ্ছে। এই কাজগুলোয় অনেকটা পড়াশোনা ও রিসার্চ করতে হয়, যেটা আমার খুব পছন্দের,” জানালেন সাবর্ণী।
১৫ নভেম্বর মুক্তি পেয়েছে ‘ঘরে বাইরে আজ’।
ছবি: প্রতিবেদক