পথচলা শুরু নতুন প্রযোজনা সংস্থার
RBN Web Desk: শহরজুড়ে এখন উৎসবের মরশুম। এই মরশুমেই পথচলা শুরু করল কেইএফআই এন্টারটেনমেন্ট স্টুডিও। কলকাতা শহরে মহিলা পরিচালিত প্রযোজনা সংস্থা সম্ভবত এই প্রথম। আকাঙ্ক্ষা মংলানি আর অনামিকা মৈত্রর এই সংস্থা পূর্ণদৈর্ঘ্যর ও স্বল্পদৈর্ঘ্যের ছবি ছাড়াও মিউজ়িক ভিডিও প্রযোজনা করবে ।
আকাঙ্ক্ষা ও অনামিকা ছাড়াও কেইএফআই এন্টারটেনমেন্টের ক্যালেন্ডার প্রকাশ উপলক্ষে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুমতাজ সরকার, অন্তঃশিলা ঘোষ, রাতশ্রী দত্ত, নাভী অরোরা, ঈশান মজুমদার, কিঞ্জল দত্ত, শুভ্রজিৎ মিত্র, ইন্দ্রনীল মুখোপাধ্যায়, অভিষেক বসু, শন বন্দ্যোপাধ্যায়রা।
আরও পড়ুন: শীতের রাতে ঘরে বসে জমে যাবে অ্যাডভেঞ্চার
ক্যালেন্ডার প্রকাশ ছাড়াও ‘রেড অর্কিড’ ছবির ফার্স্ট লুকও প্রকাশ করলেন আকাঙ্ক্ষা ও অনামিকা। গৌরব দত্ত পরিচালিত এই ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন চয়ন কর্মকার। সঙ্গীত পরিচালনা করেছেন সৌম্য ঋত। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মুমতাজ, ঈশান, কিঞ্জল, রাতশ্রী, ইশিকা দে ও রাজেশ শর্মা।
প্রযোজকের অভাবে সৃষ্টি যেন থমকে না থাকে, নতুন শিল্পীরা যাতে স্বপ্ন দেখতে পারেন, এই লক্ষ্য নিয়েই কেইএফআই এন্টারটেনমেন্টের পথচলা শুরু হলো। ভবিষ্যতে অনেক নতুন প্রতিভা তুলে আনবেন তাঁরা, জানালেন আকাঙ্ক্ষা ও অনামিকা।