পুজোয় পুলিশ টোটা?
RBN Web Desk: এবার পুজোয় কি পুলিশের বেশে আসছেন টোটা রায়চৌধুরী (Tota Roy Choudhury)? অন্তত টালিগঞ্জে কান পাতলে সেরকমই শোনা যাচ্ছে। তবে তিনি একাই নন। টোটার পাশাপাশি পুজোয় পুলিশ হিসেবে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)।
সূত্রের খবর, পুজোয় প্রতিম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’ ছবিটি মুক্তি পেতে পারে। এই ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন টোটা। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন রাইমা সেন (Raima Sen), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), প্রিয়া বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেতা জিয়ায়ুল ফারুক অপূর্ব। থ্রিলার গোত্রের এ ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন টোটা।
আরও পড়ুন: জ়োরাম্বো হতে পারলেন না মোগাম্বো
ওদিকে পুজোয় মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘বহুরূপী’। এ ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন আবীর। আবার রাহুল মুখোপাধ্যায়ের একটি ছবিতে পুলিশের ভূমিকায় থাকছেন প্রসেনজিৎ। তবে এ ছবি নিয়ে কিঞ্চিৎ জটিলতার সৃষ্টি হয়েছে।
এছাড়াও পুজোয় মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ছবি ‘টেক্কা’ (Tekka)। থাকবে অরিন্দম শীলের ‘একটি খুনির সন্ধানে মিতিন’ও।