প্রথম ১৫ মিনিট বাংলায়, থাকছে নিউটনও
RBN Web Desk: ‘প্রোফেসর শঙ্কু ও এল্ ডোরাডো’র প্রথম ১৫ মিনিটি বাদ দিয়ে প্রায় গোটা ছবি জুড়েই থাকবে ইংরেজি সংলাপ, টালিগঞ্জ সূত্রের এমনটাই খবর। এর প্রধান কারণ হলো এই ছবির অন্যতম কেন্দ্রীয় দুই চরিত্র প্রোফেসর রডরিগেজ় ও শঙ্কুর বন্ধু, বৃটিশ ভূতাত্বিক জেরেমি সন্ডার্স কেউই বাংলা বলতে পারেন না। তাই এই ছবির সংলাপ থাকছে ইংরেজিতে। তবে ইংরেজি সংলাপের দৃশ্যে থাকবে বাংলায় সাবটাইট্ল। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই ছবির প্রথম পোস্টার।
সত্যজিৎ রায় সৃষ্ট প্রোফেসর শঙ্কু এই প্রথমবার আসতে চলেছে বড় পর্দায়। ‘নকুড়বাবু ও এল ডোরাডো’ কাহিনী অবলম্বনে ‘প্রোফেসর শঙ্কু ও এল্ ডোরাডো’ পরিচালনা করেছেন সন্দীপ রায়। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়। শঙ্কুর পড়শি নকুড়বাবুর চরিত্রে দেখা যাবে শুভাশিস মুখোপাধ্যায়কে। রড্রিগেস ও সান্ডার্সের ভূমিকায় থাকছেন জ্যাকেলিন মাজ়ারেলা ও রিকার্ডো দান্তাস।
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
শঙ্কুর পোষ্য, বেড়াল নিউটনও থাকছে ছবিতে।
‘প্রোফেসর শঙ্কু ও এল্ ডোরাডো’র একটা বড় অংশের শ্যুটিং হয়েছে আমাজ়ন জুড়ে। এছাড়া কলকাতা, গিরিডি, ওড়িশা ও বীরভূমেও ক্যানবন্দী করা হয়েছে বিভিন্ন দৃশ্য।
বড়দিনে মুক্তি পেতে চলেছে ‘প্রোফেসর শঙ্কু ও এল্ ডোরাডো’।