জুটি বাঁধছেন দেবাশিস-প্রিয়াঙ্কা

RBN Web Desk: এক কঠিন, বাস্তবধর্মী ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন দেবাশিস মণ্ডল (Debasish Mondal) ও প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। ছবির নাম ‘বাল্মীকি: এ সাগা অফ আ কমন ম্যান’। ছবিটি পরিচালনা করছেন শঙ্খ ভট্টাচার্য। প্রিয়াঙ্কা ও দেবাশিস ছাড়াও থাকছেন রজতাভ দত্ত (Rajatava Dutta), সুমনা মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ মজুমদার ও সম্রাট বিশ্বাস।

মানবজীবনে পাপ ও পুণ্যের মতো আপেক্ষিক বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবির কাহিনি। স্রোতের বিপরীতে হেঁটে চলা মানুষের কদর সমাজে চিরকালই কম। আজকাল বেশিরভাগ মানুষের মধ্যে প্রাসঙ্গিকতার ঢেউয়ে ভেসে চলার এক ভয়ানক প্রবণতা দেখা যায়। সেখানে যারা ভিন্ন মতবাদ পোষণ করে তাদের দিকে কেউ ফিরেও তাকায় না। এই ছবির প্রেক্ষাপট ৬ ডিসেম্বর ১৯৯২ সাল, যেদিন অযোধ্যায় বাবরি মসজিদ (Babri Masjid) ধ্বংস করা হয়েছিল। চেনা সমাজের কিছু রূঢ় বাস্তবের কাহিনি উঠে আসবে ছবিতে। 

আরও পড়ুন: রণবীরকেই চান যুবরাজ

দেবাশিস ও প্রিয়াঙ্কাকে এ ছবিতে দেখা যাবে একেবারে আলাদা লুকে। ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন শুভদীপ কর্মকার। ছবিতে সঙ্গীতের আলাদা গুরুত্ব থাকবে বলে জানালেন পরিচালক। লালন সাঁইজির গান শোনা যাবে এ ছবিতে। সুরারোপের দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি মিশ্র।

আগামী সপ্তাহে কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হবে ‘বাল্মীকি’র শ্যুটিং। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *