রাঁচীতে শ্যুটিং আছে, বলেছিলেন পায়েল
RBN Web Desk: রাঁচীতে শ্যুটিং করতে যাচ্ছেন, পরিবারকে এমনটাই জানিয়েছিলেন অভিনেত্রী পায়েল চক্রবর্তী। পরিবারের সাথে সেটাই তাঁর শেষ কথা, সংবাদমাধ্যমকে জানালেন পায়েলের বাবা প্রবীর গুহ। গতকাল ভোরে শিলিগুড়ির এক হোটেলে পায়েলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। যদিও কি কারণে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ।
প্রবীরবাবুর দাবী, দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিল তাঁর মেয়ে। তাই আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সন্তানের কাস্টডি নেওয়ার ব্যাপারে ওর স্বামী সুমিত চক্রবর্তীর সঙ্গে বেশ কিছুদিন ধরে আইনী লড়াই চলছিল। পায়েল নিউ গড়িয়ায় একা থাকত, এবং কাস্টডি না পাওয়ার কারণেই অবসাদগ্রস্ত হয়ে পড়ে, দাবী প্রবীরবাবুর।
গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
বেশ কয়কেটি ওয়েব সিরিজ়ে অভিনয় করেছিলেন পায়েল। চোখের তারা তুই ধারাবাহিকে নজর কেড়েছিলেন এই অভিনেত্রী। পরিচালক রবি কিনাগীর ছবি জিও পাগলা-তে একটি ছোট চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। আজই ছিল পায়েলের অভিনীত শেষ ছবি চতুর্থ রিপু-এর প্রিমিয়র।
আজ সকালে শিলিগুড়ি পৌঁছে মেয়ের মৃতদেহ শনাক্ত করেন প্রবীরবাবু।